বাংলাদেশের ক্রিকেট আরেকটি নাম জাকের আলি অনিক।

জাকের আলী অনিক

রান নিয়ে জিততে হবে ম্যাচ এই টার্গেট সব সময় কাজ করে জাকের আলি অনিকের
৭ ইনিংসে ৫৪.৮ গড়ে মোট রান ২৭৪৷ সবচেয়ে বড় কথা হচ্ছে জাকের আলী অনিকের ক্যারিয়ারের সাতটা ইনিংসের মধ্যে প্রায় সবগুলোতেই তিনি এমন সময় ব্যাটিং করতে এসেছেন যখন দলের উইকেট হারিয়ে বিপর্যয় চলছে৷

রান আউটের সময়

এবং তিনি সব সময় চেষ্টা করেছেন দেখেশুনে খেলে নিজের দলকে বিপর্যয় থেকে বাচিয়ে গুরুত্বপূর্ণ কিছু রান স্কোরবোর্ডে যোগ করতে৷ আজকে নিউজিল্যান্ডের বিপক্ষে রান আউট হওয়ার পরে তার এই অশ্রুশিক্ত চোখ’ই জানান দিচ্ছিলো কী পরিমাণ ডেডিকেশন রয়েছে তার খেলার প্রতি!