
বরগুনা আমতলীতে ওয়ার্ল্ড ভিশন ও এনএসএস এর উদ্যোগে মেয়েদের ব্যাটমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত। বাল্য বিবাহ প্রতিরোধ, মেয়েদের উপর সহিংসতা বন্ধ ও ক্ষমতায়ন এবং তাদের আত্মবিশ্বাস বাড়াতে ওয়ার্ল্ড ভিশন ও এনএসএস এর উদ্যোগে সোমবার সকাল ১১ টায় দক্ষিণ আমতলী মানিকঝুরি চৌরাস্তা মাঠে শিশু ফোরাম ও স্কুলের ছাত্রীদের নিয়ে দিন ব্যাপী এক ব্যাটমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন ও এনএসএস এ প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় হলদিয়া, আরপাঙ্গাশিয়া, আমতলী সদর ও পৌরসভা শিশুফোরাম দল অংশগ্রহন করে।
সাংবাদিক জাকির হোসেনের সভাপতিত্বে খেলার উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ওয়ার্ল্ড ভিশন আমতলী এপির এড়িয়া প্রোগ্রাম ম্যানেজার বিপ্লব আইজ্যাক সরদার। সভায় বক্তব্য রাখেন এনএসএস এর প্রোগ্রাম ম্যানেজার মৃদুল সরকার, ইউপি সদস্য সাহিদা বেগম, আশুতোষ রায়, ওয়াস অফিসার আহম্মদ রফিক মনিটরিং অফিসার মো. আকতারুজ্জামান, ওয়াস অফিসার মো. ইব্রাহিম সর্দার, এনএসএস এর কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার রাধা রানী, খোকন দাস, জ্যাকলিন টুম্পা মন্ডল, তানিয়া আক্তার প্রমুখ। খেলায় আমতলী পৌরসভা শিশু ফোরাম দল চ্যাম্পিয়ন ও হলদিয়া শিশু ফোরম দল রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেন। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ওয়ার্ল্ড ভিশন আমতলী এপির (এড়িয়া প্রোগ্রাম) ম্যানেজার বিপ্লব আইজ্যাক সরদার।