
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সাতকানিয়া পৌরসভাধীন ৯ নম্বর ওয়ার্ড গোয়াজর পাড়ায় সামাজিক সংগঠন “ক্যানভাস”এর আয়োজনে অনুষ্ঠিত “ক্যানভাস প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ (সিজন 3)” সুন্দর ও সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় গত ২৬ ডিসেম্বর, শুক্রবার।
ফাইনাল ম্যাচে ক্যানভাস ওয়ারিয়র্স দল শক্তিশালী প্রতিপক্ষ ক্যানভাস জিপি দলকে ৮ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টে অসাধারণ নৈপুণ্যের জন্য ক্যানভাস ওয়ারিয়র্স দলের খেলোয়াড় সাইফুর রহমান আরাফাত নির্বাচিত হন ম্যান অব দ্য টুর্নামেন্ট।

এই সফল আয়োজনের পেছনে নিরলস পরিশ্রমের জন্য টুর্নামেন্ট কমিটির তিন সদস্য মোহাম্মদ ফয়সাল, সেফায়েত হোসেন রক্সি ও সানোয়ার-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা। পাশাপাশি সংগঠনের অন্যতম অভিভাবক গিয়াস উদ্দিন কায়েস-এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানানো হয়, যিনি শাসন ও ভালোবাসার মাধ্যমে তরুণদের পথ দেখিয়ে আসছেন।
উল্লেখ্য, গত তিন বছর ধরে সামাজিক সংগঠন “ক্যানভাস” খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখতে সচেতনতা সৃষ্টি করে আসছে। এ সংগঠনের খেলোয়াড়রা বিভিন্ন সময় বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণের মাধ্যমে মাদকবিরোধী প্রচার ও গণসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এছাড়াও বিভিন্ন দুর্যোগকালীন সময়ে “ক্যানভাস”এর সদস্যরা বিনাশ্রমে মানুষের পাশে দাঁড়িয়ে সেবা প্রদান, ত্রাণ ও সহায়তা বিতরণ করে থাকে।
স্থানীয় এলাকাবাসীর মতামত অনুযায়ী, ক্যানভাসের সদস্যরা সবসময় গোয়াজর পাড়ার সামাজিক উন্নয়ন, মানবিক কার্যক্রম ও এলাকার মানোন্নয়নে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। এতে এলাকাবাসী অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
সবাইকে নিয়ে, সবাইকে সাথে করে এভাবেই এগিয়ে যাচ্ছে সকলের ভালোবাসার “ক্যানভাস”।





