আমাদের সবাইকে এখন ঐক্যবদ্ধ থাকতে হবে : তারেক রহমান

রোববার বগুড়ায় দিনটি ছিলো তারেকময়। এদিন বগুড়া-৭ সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এবং বগুড়া-৭ সদর আসনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য মনোনয়ন তোলা হয়

গতকাল রোববার বগুড়া জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে পৃথক পৃথকভাবে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট মাহবুবুর রহমান, বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা, বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোশাররফ হোসেনসহ সিনিয়র নেতা আলী আজগর তালুকদার হেনা, এম আর ইসলাম স্বাধীন, মাফতুন আহম্মেদ খান রুবেল, হামিদুল হক চৌধুরী হিরু প্রমুখ বেগম খালেদা জিয়ার মনোনয়ন তোলেন।

এরপর বিকেল সাড়ে ৪টায় বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে বিএনপির উদ্যোগে ডিজিটাল স্মৃতিস্তম্ভ উদ্বোধন উপলক্ষে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি প্রতিপক্ষদের কোনো সমালোচনা না করেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের এবং দেশে ফেরার ঠিক আগেভাগে যে রাজনৈতিক বক্তব্য ও দেশ পরিচালনার রূপরেখা তুলে ধরা যায় সেটাই প্রমাণ করলেন তিনি।

তিনি বলেন, আমাদের সবাইকে এখন ঐক্যবদ্ধ থাকতে হবে। সেটি আমরা বিএনপির নেতাকর্মীরাই হই, সেটি অন্য দলের নেতাকর্মী– যারা গণতন্ত্রে বিশ্বাস করে তারাও।

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, স্বৈরাচার শিক্ষাসহ সকল সেক্টর ধ্বংস বিপর্যস্ত করে দিয়েছেবিএনপি ক্ষমতায় আসতে পারলে সেগুলো পুনর্গঠন করতে হবে। অত্যন্ত আত্মবিশ্বাস ও দৃঢ়তার সাথে তারেক রহমান বলেন, আড়াই বছর আগেই কিভাবে দেশ পরিচালনা করা হবে তা তুলে ধরা হয়েছে। তবে এখন সেটাই ৭ দফা বা সংক্ষিপ্ত করে বলেন, সামাজিক ও আর্থিকভাবে দেশকে নিতে ২০ মানুষের দেশে ফ্যামিলি ও ফারমার্স কার্ড দেয়া হবে। আইটি সেক্টরকে গতিশীল এবং ইন্টারনেট সেবাকে তরুণ জনগোষ্ঠী তথা সবার জন্যই সুলভ ও সহজলভ্য করা হবে। যাথে সবাই শিক্ষা ও কর্মসংস্থানের ব্যবস্থা করে নিতে পারে।

তিনি বলেন, বগুড়ার আজিজুল হক কলেজসহ ২০টি স্থানে ডিজিটাল আইটি স্তম্ভ করা হবে যেখানে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে শিক্ষার্থীরা বিনামূল্যে ইন্টারনেট সুবিধা ভোগ করতে পারবে। তিনি আইটি সেক্টরকে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বলেন, এটাই হবে আগামীর উন্নয়নের ভিত্তি।

বক্তব্যে তিনি অত্যন্ত মার্জিতভাবে ৭১-এর শহীদ ও শহীদ বুদ্ধিজীবীসহ ২৪-এর জুলাইসহ বিভিন্ন সময়ে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ের শহীদদের স্মরণ করেন। বিশেষ করে শহীদ শরীফ ওসমান হাদির নাম ধরে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি বলেন, শহীদ হাদি ছিলেন একজন প্রকৃতঅর্থেই গণতন্ত্রমনা মানুষ। তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন বলেই তাকে জীবন দিতে হয়েছেবিএনপিও একটি গণতান্ত্রিক দল তাই গণতন্ত্রমনা সকলের সঙ্গে মিলেই বিএনপি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় বিএনপি কাজ করতে প্রস্তুত।

শহীদ জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, দেশ যখন তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছিল তখন ৭৫-এর পটপরিবর্তনের মাধ্যমে শহীদ জিয়া দেশকে স্বনির্ভর করেছিলেন। এখন যে দেড়কোটি মানুষ বিদেশে অবস্থান করে রেমিট্যান্স পাঠিয়ে দেশ পরিচালনায় সহযোগিতা করছেন সেটার সূচনা করেন শহীদ জিয়াউর রহমান।

তিনি বলেন, বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে বিদেশে জনশক্তি পাঠানোতে মনোযোগ দেয়া হবে। তবে বিদেশে পাঠানোর আগে তাদেরকে প্রযুক্তিগতসহ দক্ষ করে গড়ে তোলা হবে।

তারেক রহমান বলেন, সামনের দিনগুলো হবে কঠিন। অর্থনৈতিক অবস্থা ভালো নয়। লাখ লাখ মানুষ কর্মহীনএই অবস্থা থেকে উত্তোরণের জন্য সবাই মিলে করবো কাজ, গড়বো দেশ সবার আগে বাংলাদেশ

সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশা। বগুড়া শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির পরিচালনায় এতে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় আইটি বিষয়ক সম্পাদক একেএম ওয়াহিদুজ্জামান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট মাহবুবুর রহমান, সাবেক এমপি আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ, সাবেক এমপি কাজী রফিকুল ইসলামসহ ডজনখানেক সিনিয়র নেতা।