এক নজরে ফিফা বর্ষসেরা ২০২৫

কাতারের রাজধানী দোহায় মঙ্গলবার রাতে হয়ে গেল জমকালো ‘দা বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠান। সেখানে বিভিন্ন ক্যাটাগরিতে ২০২৫ সালের বর্ষসেরাদের নাম ঘোষণা করা হয়

২০২৫ সালের ফিফা বর্ষসেরা ফুটবলার হয়েছেন পিএসজির ফরাজি ফরোয়ার্ড উসমান দেম্বেলে। সেরা কোচ একই দলের স্প্যানিয়ার্ড লুইস এনরিকেপিএসজির উয়েফা চ্যাম্পিয়ন্স লিগসহ চার শিরোপা জয়ের

নায়ক ছিলেন তারা।

বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন পিএসজির সফল মৌসুমের অন্যতম নায়ক জানলুইজি দোন্নারুম্মা। বর্তমানে তিনি খেলছেন ম্যানচেস্টার সিরিটর হয়ে।

বর্ষসেরা একাদশেও আধিপত্য পিএসজির; ১১ জনের ছয় জনই ফরাসি দলটির।

এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে পুরুষ ও নারী বিভাগে পুরস্কার দেওয়া হয়

২০২৪ সালের ১১ অগাস্ট থেকে ২০২৫ সালের ২ অগাস্ট পর্যন্ত সময়ে খেলোয়াড়দের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে এখানে।

এক নজরে ২০২৫ সালের বর্ষসেরা

ছেলেদের বর্ষসেরা ফুটবলার: উসমানে ডেম্বেলে (পিএসজি/ফ্রান্স)

ছেলেদের বর্ষসেরা গোলরক্ষক: জিয়ানলুইজি দোন্নারুমা (পিএসজি, বর্তমানে ম্যানচেস্টার সিটি/ইতালি)

ছেলেদের বর্ষসেরা কোচ: লুইস এনরিকে (পিএসজি)

মেয়েদের বর্ষসেরা ফুটবলার: আইতানা বনমাতি (বার্সেলোনা/স্পেন)

মেয়েদের বর্ষসেরা গোলরক্ষক: হান্নাহ হ্যাম্পটন (চেলসি/ইংল্যান্ড)

মেয়েদের বর্ষসেরা কোচ: সারিনা উইগম্যান (ইংল্যান্ড জাতীয় দল)

ফিফা ফেয়ার প্লে পুরস্কার: ডা. আন্দ্রেয়াস হারলাস-নিউকিং (চিকিৎসক, জার্মান ক্লাব এসএসভি জাহন রেজেনসবার্গ)

ছেলেদের বর্ষসেরা গোল/পুসকাস অ্যাওয়ার্ড: সান্তিয়াগো মন্টিয়েল (আর্জেন্টাইন প্রফেশনাল লিগে ইন্ডিপেন্ডেন্টে রিভাদাভিয়ার বিপক্ষে ক্লাব অ্যাটলেটিকো ইন্ডিপেন্ডিয়েন্টের হয়ে গোলটি করেন)

মেয়েদের বর্ষসেরা গোল/মার্তা অ্যাওয়ার্ড: লিজবেথ ওভাল (গুয়াদালাজারার বিপক্ষে টাইগ্রেসের হয়ে অসাধারণ গোলটি করেন তিনি)

ফিফা বর্ষসেরা ফ্যান পুরস্কার: ইরাকের ক্লাব জাখো এসসি’র সমর্থকরা (গত মে মাসে অসুস্থ শিশুদের জন্য খেলনা দান করে জিতেছেন এই পুরস্কার)।

বর্ষসেরা একাদশ (পুরুষ)

গোলকিপার: জিয়ানলুইজি দোন্নারুম্মা

ডিফেন্ডার: আশরাফ হাকিমি, উইলিয়ান পাচো, ভার্জিল ফন ডাইক, নুনো মেন্দেস

মিডফিল্ডার: কোল পালমার, জুড বেলিংহাম, ভিতিনিয়া, পেদ্রো

ফরোয়ার্ড: লামিনে ইয়ামাল, উসমান দেম্বেলে

বর্ষসেরা একাদশ (নারী)

গোলকিপার: হানা হ্যাম্পটন

ডিফেন্ডার: লুসি ব্রোঞ্জ, লিয়া উইলিয়ামসন, ইরিন পারেদেস, ওনা বাটলে

মিডফিল্ডার: প্যাট্রিসিয়া গুইজারো, আইতানা বোনমাতি, ক্লাউদিয়া পিনা

ফরোয়ার্ড: মারিওনা কালেদেন্তে, আলেসিয়া রুসো, অ্যালেক্সিয়া পুতেয়াস