
হাজী আব্দুস সাত্তার স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন।
ডেক্স রিপোর্ট :
মাদক ও মোবাইল আসক্তি মুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই।
সমাজ থেকে সন্ত্রাস মাদক ও মোবাইল আসক্তি মুক্ত করতে, গ্রাম হতে শুরু করে শহরের প্রতিটি পাড়া মহল্লায় আবারো অতীতের মত খেলাধুলা ও বিভিন্ন সামাজিক কর্মকান্ড চালু হলে, নতুন প্রজন্ম মাদক মোবাইল আসক্তি ও কিশোর গ্যাং কালচার থেকে বেরিয়ে আসবে।এন এন স্পোর্টস এর পরিচালক ৬ নং শুলকবহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ হাসান লিটনের সার্বিক সহযোগিতা হাজী আব্দুস সাত্তার স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্টের এই আয়োজন সকলের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
৮ আগষ্ট শুক্রবার নগরীর চান্দগাঁও এক কিলোমিটার নুর নগর হাউজিং এলাকায় এন এন স্পোর্টস এরিনা টার্প মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব আবু সুফিয়ান।
আলহাজ্ব মহিউদ্দিন মনির সভাপতিত্বে ও
মোঃ জাহেদের সঞ্চালনায় অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন,
উদ্বোধক হিসেবে জাহেদুল কবির, ভারপ্রাপ্ত কর্মকর্তা সিএমপি, চান্দগাঁও থানা।
এলাকার রাজনৈতিক, সামাজিক, শিক্ষানুরাগী ব্যাক্তিত্বদের মধ্যে, আনোয়ার হোসেন লিপু,গিয়াস উদ্দিন, মোরশেদ কামাল,গুলজার আহমদ প্রমুখ।