পটুয়াখালী শহরের পুরান বাজার এলাকায় অগ্নিকান্ডে
তিন ডিলারের পণ্য আগুনে পুড়ে ছাই, দেড় কোটি টাকার ক্ষতি

পটুয়াখালীতে তিন ডিলারের পণ্য আগুনে পুড়ে ছাই, দেড় কোটি টাকার ক্ষতি


সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালী শহরের পুরান বাজার এলাকায় অগ্নিকান্ডে একটি কসমেটিক্সর দোকানসহ তিনটি কোম্পানির ডিলারশিপের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে দোকানের অভ্যন্তরে ব্যাপকক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) সকাল ১০টার দিকে পটুয়াখালী শহরের পুরান বাজার এলাকায় উত্তম দাসের মালিকানাধীন একটি কসমেটিক্স দোকান ও দোকানের দোতালায় ডিলারশিপ মালামাল রাখার গুদামে আগুন লাগে।

স্থানীয়রা ফায়ার সার্ভিস স্টেশন অফিসে আগুনের খবর অবহিত করলে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন দ্রুত নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

পটুয়াখালী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দেওয়ান মোহাম্মদ রাজিব জানান, খবর পেয়েই আমাদের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহযোগিতায় আধা ঘন্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শকট সার্কিটে আগুনের সূত্রপাত বলেও জানান তিনি।

এ সময় ২২ এবিএন পটুয়াখালীর সহকারী পরিচালক মোহাম্মদ ফরিদ রহমানের নেতৃত্বে ১ প্লাটুন ব্যাটালিয়ন আনসার সদস্য আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে।

দোকানি উত্তম দাস বলেন, আগুনে দোকানের ভেতরের মালামাল পুড়ে যায় এবং আনুমানিক দেড় কোটি টাকার টাকার ক্ষতি হয়েছে।