প্রতিবারের মতে এই এবারো মহা আয়োজনে উপস্থিত ছাত্র ছাত্রী ও অভিভাবক, অতিথিদের নিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন করেন,
এতে ফাতেমা সাইফ রাহি চৌধুরী অগ্রযাত্রায় সহযোগী আলো সংগঠন অনুষ্ঠানে আবৃত্তিতে ১ম স্থান অর্জন করেন ও চিত্রাঙ্কনে ১ম স্থান এবং নৃত্যতে ৩য় স্থান অর্জন করেছেন,
ফাতেমা সাইফ রাহি চৌধুরী রাহির মা দৈনিক24সংবাদ কে বলেন-মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজ আবারো অসংখ্য শুকরিয়া আদায় করছি এবং অসংখ্য দোয়া কামনা করছি আমার ছোট মেয়ে ফাতেমা সাইফ রাহি চৌধুরীর জন্য।
যার ছোট ছোট কর্মকাণ্ডই আমাদের আনন্দে রাখে।
আজ সে “অগ্রযাত্রায় সহযোগী আলো সংগঠন “এ আবৃত্তিতে ১ম স্থান, চিত্রাঙ্কনে ১ম স্থান এবং নৃত্য এ ৩য় স্থান অর্জন করেছে।
আপনারা সকলে আমার মেয়ের জন্য দোয়া করবেন যেন সে আরো অনেক বড় হতে পারে এবং অসংখ্য সুনাম অর্জন করতে পারে ।
অগ্রযাত্রায় সহযোগী আলো সংগঠন অনুষ্ঠান সম্পন্ন
“অগ্রযাত্রায় সহযোগী আলো সংগঠন
প্রতিবারের মতে এই এবারো মহা আয়োজনে উপস্থিত ছাত্র ছাত্রী ও অভিভাবক, অতিথিদের নিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন করেন,
এতে ফাতেমা সাইফ রাহি চৌধুরী অগ্রযাত্রায় সহযোগী আলো সংগঠন অনুষ্ঠানে আবৃত্তিতে ১ম স্থান অর্জন করেন ও চিত্রাঙ্কনে ১ম স্থান এবং নৃত্যতে ৩য় স্থান অর্জন করেছেন,
ফাতেমা সাইফ রাহি চৌধুরী রাহির মা দৈনিক24সংবাদ কে বলেন-মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজ আবারো অসংখ্য শুকরিয়া আদায় করছি এবং অসংখ্য দোয়া কামনা করছি আমার ছোট মেয়ে ফাতেমা সাইফ রাহি চৌধুরীর জন্য।
যার ছোট ছোট কর্মকাণ্ডই আমাদের আনন্দে রাখে।
আজ সে “অগ্রযাত্রায় সহযোগী আলো সংগঠন “এ আবৃত্তিতে ১ম স্থান, চিত্রাঙ্কনে ১ম স্থান এবং নৃত্য এ ৩য় স্থান অর্জন করেছে।
আপনারা সকলে আমার মেয়ের জন্য দোয়া করবেন যেন সে আরো অনেক বড় হতে পারে এবং অসংখ্য সুনাম অর্জন করতে পারে ।
সীতাকুন্ড পৌর সদর ব্যবসায়ী সমিতির নির্বাচনে হবে ৫ই আগষ্টের পর মডেল নির্বাচন
সীতাকুণ্ড প্রেসক্লাবের আয়োজনে মৌসুমী ফল উৎসব
জীবন যুদ্ধে হার না মানা ১০০বছরের বৃদ্ধ আজাহার মোল্লা।
নির্যাতিত শিক্ষিকার বহুবছরের পৈত্তিক বসতভিটায় প্রশ্নবিদ্ধ অনুমোদন নিয়ে বে-আইনি ভাবে বহুতল ভবন নির্মাণ
বান্দরবান জেলা মডেল মসজিদের ভিত্তিফলক উন্মোচন
ড. আফম খালিদ হোসেন.
চট্টগ্রাম ডিসি পার্কের পুকুরে মাছ অবমুক্তকরণ, বৃক্ষরোপণ কর্মসূচি ও ফ্লাওয়ার জোন উদ্বোধন।