নিউ মার্কেটের ব্যবসায়ী লোকমান অজ্ঞান পার্টির দ্বারা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু!

সাতকানিয়ার কেরানীহাট নিউ মার্কেটের ব্যবসায়ী লোকমান অজ্ঞান পার্টির দ্বারা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু!

চট্টগ্রাম প্রতিনিধি,
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাণিজ্যিক শহর কেরানি হাটের নিউ মার্কেটের ব্যবসায়ী, জুতা বাজারের স্বত্তাধিকারী লোকমান হাকিম মলম পার্টির দ্বারা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেছে বলে খবর পাওয়া গেছে।
মলম পার্টির দ্বারা আক্রান্ত হওয়ার ঘটনাটি ২৯মার্চ শনিবার আনুমানিক দিবাগত রাত ২টার দিকে ঘটেছে বলে জানা যায়।
আহত হওয়ার পর কেরানি হাটের ১টি ক্লিনিকে ভর্তি হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় ৪এপ্রিল ২০২৫ইংরেজি, শুক্রবার আনুমানিক বেলা ১১টার দিকে মারা যায় বলে জানা যায়।
নিহত ব্যবসায়ী লোকমান হাকিম হচ্ছে সাতকানিয়া উপজেলার ১০নং কেওঁচিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পঞ্চায়েত বাড়ির আব্দুল মোতালেবের ছেলে বলে জানা যায়।
সূত্র জানায়,চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানি হাট নিউ মার্কেটের ৯নং গলির জুতা বাজারের মালিক লোকমান হাকিম ২৯মার্চ ২০২৫ইংরাজি, শনিবার আনুমানিক দিবাগত রাত ২টার দিকে দোকান বন্ধ করে সিএনজি যোগে বাড়ি যাওয়ার পথে মলম পার্টির খপ্পরে পড়ে।সে সময় মলম পার্টির সদস্যরা বিষাক্ত দ্রব্য নিক্ষেপ করলে সে অজ্ঞান হয়ে পড়ে।সে অজ্ঞান হলে তার সবকিছু নিয়ে যায় অজ্ঞান পার্টির সদস্যরা।সে সমময় অজ্ঞান পার্টির সদস্যরা তাকে মাস্টার বাড়ির মসজিদের পাশে নির্জন এলাকায় রাস্তায় ফেলে চলে যায়।সেদিন তাকে এলাকাবাসীরা উদ্ধার করে ১টি বেসরকারি ক্লিনিকে ভর্তি করান।সেখানে অবস্থা আশংকাজনক হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১সপ্তাহ চিকিৎসাধীন থাকা অবস্থায় ৪এপ্রিল শুক্রবার বেলা ১১টার দিকে মারা যায় বলে কেরানি হাট নিউ মার্কেটের ব্যবসায়ী ও এলাকাবাসী সূত্রে জানা যায়।
এব্যাপারে নিউ মার্কেটের ব্যবসায়ী, জুতা বাজারের স্বত্তাধিকারী লোকমান হাকিম
মলম পার্টির দ্বারা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করার বিষয়টি নিশ্চিত করেছেন কেরানি হাট নিউ মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার ও নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।
এব্যাপারে ১০নং কেওঁচিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মহসিনের কাছে জানতে চাইলে তিনি বলেন এ বিষয়ে আমি কিছুই জানিনা।তবে মারা যাওয়ার বিষয়টি ৪এপ্রিল শুক্রবার ফেইসবুকের মাধ্যমে জানতে পারি বলে জানান।
এব্যাপারে কেরানি হাট প্রগতিশীল ব্যবসায়ী সমিতির সভাপতি মাস্টার জয়নাল আবেদিনের কাছে জানতে চাইলে তিনি বলেন এ ব্যাপারে আমার কাছে কোন তথ্য নেই বলে জানান।
এব্যাপারে কেওঁচিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য কামাল উদ্দিন ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
এব্যাপারে সাতকানিয়া থানার অফিসার ইঞ্চার্জ (ওসি) জাহেদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন তিনি বিষয়টি অবগত আছেন।এব্যাপারে নিহতের অভিভাবকরা অভিযোগ দিলে অভিযোগের আলোকে তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।