দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মোহনগঞ্জে পীরছাহেব শাহতলীর(র) মাগফিরাতের কামনায়

মোহনগঞ্জে পীরছাহেব শাহতলীর(র) মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ আরিফুল ইসলাম মুরাদ নেএকোনা জেলা প্রতিনিধিঃ

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাবেক সহসভাপতি শায়েখ মাওলানা আবুল বাশার পীর সাহেব শাহতলী রহ. এর স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার ২ নং ইউনিয়ন জমিয়তের উদ্যেগে নগর মাদানিয়া বালিকা মাদ্রাসায় অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন জমিয়তের সহসভাপতি ডা: জুলফিকার আহমদ। উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলামের নেত্রকোনা জেলা সাংগঠনিক সম্পাদক এবং শাহতলীর পীরসাহেব রহ এর খলিফা
মাওলানা রুহুল আমীন নগরী, সাংবাদিক আরিফুল ইসলাম মুরাদ দৈনিকআমাদের মাতৃভূমি বুরো চিফ নেএকোনা জেলা। , যুব জমিয়ত নেতা মাওলানা তোফায়েল আহমেদ হাবিবী, হা: মাওলানা মুশাররফ হোসেন, মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা এখলাস মিয়া, মাওলানা শহিদুল ইসলাম হৃদয়, মাওলানা কবির আহমদ, হাফেজ নাজমুল হক, মাওলানা আফিফ হাসান রাসেল, হাফিজ আরমান হোসেন প্রমুখ।
এছাড়া বীরমুক্তিযোদ্ধা রেহান উদ্দীন, জানু মিয়া, সাবেক মেম্বার উজ্জ্বল মিয়া, পুলিশ মিয়া, দুলাল মিয়া, হারিস মিয়া সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মেনাজাত পরিচালনা করেন হাফিজ আবুল বাশার।
ইফতারের আগে শাহতলীর পীরসাহেব কর্তৃক প্রতিষ্ঠিত আধ্যাত্মিক সংগঠন ইছলাহুল মুসলিমীন বাংলাদেশ এর পক্ষ থেকে দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।