
বোয়ালখালীতে শৈবাল পাল নামে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু
বিপ্লব দাস : প্রতিনিধি
বোয়ালখালীতে শৈবাল পাল (৪৫) নামের এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে স্বজনদের দাবি পিঁপড়ার কামড়ে শৈবালের মৃত্যু হয়েছে।
শনিবার (২৯ মার্চ) দুপুরে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের শ্রীপুর গ্রামের পাল পাড়ায় এ ঘটনা ঘটেছে।
শৈবাল শ্রীপুর গ্রামের পাল পাড়ার বাদল পালের ছেলে। সে আনোয়ারা কেইপিজেডের একটি পোশাক কারখানায় কাজ করতো। তার ২ মেয়ে রয়েছে।
স্থানীয়রা জানান, শৈবাল পরিবার নিয়ে নগরীর চকবাজার ডিসি সড়ক এলাকায় ভাড়া থাকতো। গতকাল শুক্রবার ঈদের বন্ধে বাড়িতে এসেছিল শৈবাল। শনিবার স্থানীয় একটি মন্দিরে দুপুর ২টার দিকে খাওয়া দাওয়া করে। এরপর সে নিজ বাড়ির বাঁশঝাড় থেকে ঘুরে এসে বলে ডান পায়ের পাতায় একটি পিঁপড়ে কামড় দিয়েছে। এর একপর্যায়ে তার শরীরে খারাপ লাগছে জানালে স্থানীয় একটি ফার্মেসি থেকে চিকিৎসাও নেন। এতেও তার অবস্থার উন্নতি হয়নি। মুখ দিয়ে ফেলা বের হচ্ছিল এবং অচেতন হয়ে পড়লে উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. উম্মুল খাইর মারজান বলেন, সন্ধ্যা ৬টার দিকে শৈবাল পাল নামের এক যুবককে নিয়ে আসলে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়েছে। তাকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে।
শৈবালের স্ত্রী কৃষ্ণা পাল বলেন, খবর পেয়ে শহর থেকে হাসপাতালে এসেছি। এরআগেও একবার শৈবালকে পিঁপড়ে কামড় দেওয়ায় অচেতন হয়ে গিয়েছলো। তখন হাসপাতালে ভর্তি করতে হয়েছিল।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, স্থানীয়দের ও নিহতের পরিবারের সদস্যদের সাথে কথা বলছি। ময়না তদন্তের প্রতিবেদনে মৃত্যুর কারণ জানা যাবে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।