ঘরোয়া নারী ফুটবল লিগ সহজ জয়ে শুরু করলো বাংলাদেশ সেনাবাহিনী স্পোর্টস ক্লাব। গতকাল বিকালে কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে নারী লিগের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবকে (এফসি) ২-০ গোলে হারিয়ে শুভসূচনা করে সেনাবাহিনী স্পোর্টস ক্লাব। বিজয়ী দলের হয়ে ফরোয়ার্ড তন্নিমা বিশ্বাস জোড়া গোল করেন।
অচলাবস্থার অবসান ঘটিয়ে এক মৌসুম পর ফের মাঠে ফিরল দেশের নারী ফুটবল লিগ। পুলিশ এএফসি, বাংলাদেশ আনসার ও ভিডিপি, বিকেএসপি এবং রাজশাহী স্টার্স ফুটবল ক্লাব-নতুন এই চার দলসহ মোট ১১ দল নিয়ে হচ্ছে এবারের লিগ। লিগের অন্য দলগুলো হচ্ছে- বাংলাদেশ আর্মি স্পোর্টস ক্লাব, নাসরিন স্পোর্টস একাডেমি, ঢাকা রেঞ্জার্স, সিরাজ স্মৃতি সংসদ, সদ্যপুস্কুরিনি যুব স্পোর্টিং ক্লাব, কাচারি পাড়া একাদশ এবং ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব।
দেশে বর্তমানে চলছে শৈত্যপ্রবাহ। কাল সারাদিনে রোদ দেখা যায়নি ঢাকার আকাশে। ফলে মাঠেও ছিল আলো কম। তাই ফ্ল্যাডলাইটের আলোয় অনুষ্ঠিত হয় পুলিশ-সেনাবাহিনীর মধ্যকার উদ্বোধনী ম্যাচটি। জুবুথুবু অবস্থায় স্টেডিয়ামের গ্যালারিতে মেয়েদের খেলা উপভোগ করেন শ’পাঁচেক দর্শক। সানজিদা আক্তার, আইরিন খাতুন, সাগরিকা, কোহাতি কিসকুদের মতো সাফজয়ী চেনামুখ নিয়ে গড়া পুলিশ এফসি এবং বয়সভিত্তিক দলের ৯ জনকে নিয়ে গড়া সেনাবাহিনীর লড়াইয়ে শুরুর দিকে অবশ্য ছিল না উত্তাপ। ম্যার ম্যারে এক ম্যাচের প্রাণ ফেরে ৩৯ মিনিটে। এসময় তন্নিমার অভাবনীয় এক গোলে এগিয়ে যায় সেনাবাহিনী। প্রায় ৩৫ গজ দূর থেকে উচু শট নেন তিনি। বল হাওয়ায় ভেসে লাফিয়ে ওঠা পুলিশের গোলরক্ষক তাসলিমার গ্লাভসকে ফাঁকি দিয়ে আশ্রয় নেয় জালে। সতীর্থদের সঙ্গে বাঁধনহারা উল্লাসে মাতেন তন্নিমা (১-০)।
এই ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গিয়ে দ্বিতীয়ার্ধেও এক গোল আদায় করে নেয় বিজয়ীরা। যদিও ম্যাচে ফিরতে দ্বিতীয়ার্ধের শুরু থেকে মরিয়া হয়েই লড়ে পুলিশ। কিন্তু সেনাবাহিনীর জমাট রক্ষণদূর্গ ভাঙতে পারেনি তারা। ম্যাচের ৫৬ মিনিটে পুলিশের সাবিনা আক্তার রুবির চিপ সেনাবাহিনীর এক ডিফেন্ডারের গায়ে লেগে বল জালের দিকে যাচ্ছিল, তবে দারুণ ক্ষিপ্রতায় সেই বল ক্লিয়ার করেন দলটির আরেক ডিফেন্ডার রুমা আক্তার। ফলে সমতায় ফিরতে ব্যর্থ হয় পুলিশ। উল্টো ম্যাচের ৬৯ মিনিটে পাল্টা আক্রমণ থেকে ব্যবধান দ্বিগুণ করে সেনাবাহিনী। এসময় সুলতানার থ্রু পাস ধরে বক্সে ঢুকে দূরূহ কোণ থেকেই শট নেন তন্নিমা। বল দূরের পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়ায় (২-০)। ব্যবধান বাড়িয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর ‘সিউ’ স্টাইলে গোল উদযাপন করেন তন্নিমা বিশ্বাস।
ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হওয়ায় শেষ পর্যন্ত সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে সেনাবাহিনী। এর আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিগের উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী সদস্য ও নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ। এসময় তার সঙ্গে ছিলেন বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম ও সদস্য টিপু সুলতান। এবারের লিগের চ্যাম্পিয়ন দল পাবে ৪ লাখ টাকা অর্থ পুরস্কার।