ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রথম গোলের দেখা পেলেন প্যাট্রিক ডোগু। তার একমাত্র গোলেই নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়ে জয়ে ফিরল হুবেন অ্যামুরির দল।
ইংলিশ প্রিমিয়ার লিগে শুক্রবার রাতে ঘরের মাঠে নিউক্যাসলকে ১-০ গোলে হারায় ইউনাইটেড। তিন ম্যাচে তাদের এটি প্রথম জয়।
ম্যাচে ৬৬ শতাংশ বলের দখল রেখে ১৩টি শটের ২টি লক্ষ্যে রাখতে পারে নিউক্যিাসল, কিন্তু আসল কাজটিই করতে পারেনি। বিপরীতে স্রেফ ৩৪ শতাংশ সময় বলের দখল রেখে ১০ শটের ৩টি লক্ষ্যে রেখেই বাজিমাৎ করে ইইনাইটেড।
ওল্ড ট্রাফোর্ডে শুরু থেকে গোলের সুযোগ তৈরি করে দুই দলই কিন্তু মিলছিল না জালের দেখা। ২৪তম মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। দালোতের লম্বা থ্রোয়িং হেডে বিপদমুক্ত করার চেষ্টা করে পারেননি নিউক্যাসলের একজন। ছুটে গিয়ে ডি বক্সের ভেতর থেকেই বাম পায়ের জোরাল ভলিতে পোস্ট ঘেঁষে বল জালে পাঠান ডোগু। ঝাঁপিয়েও নাগাল পাননি গোলরক্ষক।
শেষ দিকে প্রবল চাপ তৈরি করেও গোলের দেখা পায়নি নিউক্যাসল। টানা ১০ ম্যাচে গোল হজমের পর জাল অক্ষত রাখতে পারলেন ইউনাইটেড গোলরক্ষক লামেন্স।
১৮ ম্যাচে পয়েন্ট ২৯ নিয়ে তালিকার পাঁচে ইউনাইটেড। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে তাদের উপরে চেলসি, নিচে লিভারপুল। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে নিউক্যাসল।
১৭ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।