
সচিবালয়ে কর্মরত ১০ম গ্রেডভুক্ত প্রশাসনিক কর্মকর্তা (এও) ও ব্যক্তিগত কর্মকর্তা (পিও) পদের নাম পরিবর্তন করে ‘উপসহকারী সচিব’, ‘সাচিবিক কর্মকর্তা’ অথবা ‘সেক্রেটারিয়েল অফিসার’ হিসেবে নামকরণ এবং পদগুলো ৯ম গ্রেডে উন্নীত করার উদ্যোগ নিয়েছে সরকার। আজ (২৪ ডিসেম্বর) দুপুর আড়াইটায় জনপ্রশাসন মন্ত্রণালয়ে এই পদনাম পরিবর্তনের বিষয়ে একটি সভা ডাকা হয়েছে।
বাংলাদেশ সচিবালয়ে কর্মরত এও এবং পিও-রা তাদের পদনাম পরিবর্তন ও সুযোগ-সুবিধা বাড়ানোর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের নেতারা কয়েক বছর ধরেই এই দাবি আদায়ে কাজ করছেন। সংগঠনের নেতাদের ধারণা, নির্বাচনের আগে দাবিগুলো তুলে ধরতে পারলে ইতিবাচক ফল আসবে। এই লক্ষ্যেই গত বছর মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব ও অর্থ সচিবকে ৯ দফা দাবি জানিয়ে চিঠি দেওয়া হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, সচিবালয়ে ১০ম থেকে ২০তম গ্রেডে সরাসরি ও পদোন্নতির মাধ্যমে নিয়োগপ্রাপ্তদের প্রায় সবাই উচ্চতর ডিগ্রিধারী। সচিবালয়ের সব কর্মকর্তা-কর্মচারী নিরলস পরিশ্রম করলেও ন্যায্য দাবিগুলো বারবার পূরণ না হওয়ায় তাঁদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তাই কর্মকর্তা-কর্মচারীদের কাজের স্পৃহা বাড়াতে এবং তাঁদের উজ্জীবিত করতে এই দাবিগুলো দ্রুত পূরণ করা প্রয়োজন। ৯ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো ১০ম গ্রেডের এও-পিও পদকে ৯ম গ্রেডে উন্নীত করা এবং ক্যাডারবহির্ভূত কর্মকর্তাদের জন্য সহকারী সচিবের ১৯৮টি, উপসচিবের ৬৮টি ও যুগ্ম সচিবের ২৫টি পদ সংরক্ষণ করা। এছাড়া সচিবালয় নিয়োগবিধির আওতায় কর্মরত ১৩-১৬তম গ্রেডের বিদ্যমান পদনাম পরিবর্তন করে জ্যেষ্ঠতার ভিত্তিতে ৫০ শতাংশ পদকে ১০ম গ্রেডের ‘সহকারী সাচিবিক কর্মকর্তা’ এবং অবশিষ্ট ৫০ শতাংশ পদকে ১৩তম গ্রেডের ‘সাচিবিক সহকারী’ হিসেবে নামকরণের প্রস্তাব দেওয়া হয়েছে।
একই সঙ্গে অফিস সহায়ক পদের নাম পরিবর্তন করে ‘সাচিবিক সহায়ক’ করা এবং তাঁদের বেতন ২০তম গ্রেড থেকে ১৮তম গ্রেডে উন্নীত করার দাবি জানানো হয়েছে। অন্যান্য দাবির মধ্যে রয়েছে মূল বেতনের ৩০ শতাংশ সচিবালয় ভাতা, ২ হাজার টাকা তথ্যপ্রযুক্তি ভাতা, যাতায়াত সুবিধা নিশ্চিত করা এবং টাইম স্কেল ও সিলেকশন গ্রেড সুবিধা পুনর্বহাল করা। এছাড়া গৃহনির্মাণ ঋণের কিস্তি শুধু বাড়িভাড়া ভাতা থেকে কর্তন করে অবশিষ্ট টাকা পেনশন থেকে সমন্বয়ের ব্যবস্থা করার দাবিও করা হয়েছে।
সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মো. নুরুল ইসলাম জানান, সচিবালয়ের কর্মপরিধি ও কাঠামো দেশের অন্যান্য দপ্তর থেকে আলাদা হওয়ায় এখানে স্বতন্ত্র পদনাম থাকা জরুরি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তাঁদের আশ্বস্ত করেছেন এবং সেই প্রেক্ষাপটেই আজ বুধবার এই সভাটি অনুষ্ঠিত হচ্ছে।





