সংবর্ধনায় একমাত্র বক্তা তারেক রহমান, সৃষ্ট অসুবিধায় দুঃখ প্রকাশ বিএনপির

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীতে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে যে জনভোগান্তি সৃষ্টি হতে পারে, সে জন্য রাজধানীবাসীর কাছে ক্ষমা চেয়েছে বিএনপি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, জনদুর্ভোগ হয় এমন কোনো কর্মসূচিকে তারেক রহমান নিজেও সমর্থন করেন না।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য এবং তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন অভ্যর্থনা কমিটির আহ্বায়ক সালাহউদ্দিন আহমদ।

তিনি জানান, জনদুর্ভোগ কমাতে রাজধানীর একপাশে ৩০০ ফুট সড়কের সার্ভিস লেনে সীমিত পরিসরে কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেবেন শুধু তারেক রহমান এ ছাড়া অন্য কেউ কথা বলবেন না। নেতাকর্মীদের যাতায়াতের জন্য কাঞ্চন ব্রিজ ব্যবহারের নির্দেশনাও দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে বৃহস্পতিবার সকাল ১১টা ৫০ মিনিটে ঢাকায় পৌঁছাবেন তারেক রহমান। বিমানবন্দরে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানাবেন। সংবর্ধনা শেষে তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে তার মা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখবেন।

অনুষ্ঠান ঘিরে চিকিৎসা ব্যবস্থাও রাখা হচ্ছে। একটি মেডিকেল টিমের পাশাপাশি ছয় শয্যার একটি ফিল্ড হাসপাতাল স্থাপন করা হবে। বিমানবন্দরের যাত্রীদের সহায়তার জন্য থাকবে হেল্প ডেস্ক। এ ছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে নির্দিষ্ট কিছু পার্কিং স্থান এবং অভ্যর্থনা কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। এরপর তিনি জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

পরদিন শনিবার (২৭ ডিসেম্বর) তারেক রহমান ভোটার হিসেবে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করবেন। একই দিনে তিনি শেরেবাংলানগরের পঙ্গু হাসপাতালে জুলাই আন্দোলনের আহত যোদ্ধাদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন।

সংবর্ধনার মতো বিশাল আয়োজন শতভাগ ত্রুটিমুক্ত রাখা কঠিন উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ নেতাকর্মীদের সর্বোচ্চ শৃঙ্খলা ও ধৈর্য বজায় রাখার আহ্বান জানান।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।