যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের একটি নার্সিং হোমে ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনও কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন অঙ্গরাজ্যের গভর্নর।
ফিলাডেলফিয়ার উত্তরে বাকস কাউন্টির কর্তৃপক্ষ জানিয়েছে, সিলভার লেক নার্সিং হোমে গ্যাস লিক থেকে বিস্ফোরণ ঘটতে পারে। বিস্ফোরণের ফলে ভবনের একাংশ ধসে পড়েছে এবং আগুনে পুড়ে যাওয়ার সময় ভেতরে থাকা অনেক বাসিন্দা আটকা পড়েছেন।
সংবাদ সম্মেলনে গভর্নর জশ শ্যাপিরো বলেন, “এই মুহূর্তে অন্তত দুজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা গেছে। এখনও কয়েকজন নিখোঁজ আছেন।” তিনি উদ্ধারকাজে অংশ নেওয়া প্রথম সাড়াদানকারীদের প্রশংসা করেন। গভর্নরের মতে, দমকলকর্মীরা মই বেয়ে উঠে বাসিন্দাদের নিরাপদ স্থানে পুলিশ সদস্যদের হাতে তুলে দিচ্ছিলেন। পুলিশ সদস্যরা কখনো একসঙ্গে দুজনকে কোলে করে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছিলেন।
ব্রিস্টল টাউনশিপ ফায়ার চিফ কেভিন ডিপোলিতো জানান, ঘটনাস্থলে পৌঁছানোর পর তারা ‘তীব্র গ্যাসের গন্ধ’ পান। বিস্ফোরণের সময় ভবনের বড় অংশ ধসে পড়ে এবং প্রথম তলার কিছু অংশ বেসমেন্টে পড়ে যায়, যার ফলে বাসিন্দারা আটকা পড়ে।
ডিপোলিতো আরও জানান, জানালা, দরজা, সিঁড়ি ও লিফটের শ্যাফটের মাধ্যমে বাসিন্দাদের উদ্ধার করা হয়েছে। তবে এখনও পাঁচজনের খোঁজ পাওয়া যায়নি। তিনি বলেন, “ভবন পুরোপুরি খালি কি না তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাব।”
গভর্নর শ্যাপিরো জানান, এই মাসেই নার্সিং হোমটির মালিকানা পরিবর্তন হয়েছে। তিনি বলেন, রাজ্যের স্বাস্থ্য পরিদর্শকরা ১০ ডিসেম্বর প্রতিষ্ঠানটি পরিদর্শন করে কর্মীদের সঙ্গে বৈঠক করেন এবং কার্যক্রমের মান উন্নয়নের জন্য একটি পরিকল্পনা তৈরি করেন।
এ ঘটনার সঙ্গে জড়িত পরিবারের সদস্য ও স্থানীয় মানুষদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। বর্তমানে উদ্ধার তৎপরতা চলমান, এবং আশেপাশের এলাকা থেকে সহায়তা নেওয়া হচ্ছে, যাতে নিখোঁজ ব্যক্তিদের দ্রুত সনাক্ত করা যায় এবং নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।




