
রাজধানীবাসীর কাছে জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেলের সেবার ওপর মূল্য সংযোজন কর বা ভ্যাট অব্যাহতির মেয়াদ ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এই প্রজ্ঞাপন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২৩ ডিসেম্বর জারি করেছে।
বুধবার (২৪ ডিসেম্বর) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমীন শেখ জানিয়েছেন, সরকার জনগুরুত্ব বিবেচনায় এবং পরিবেশবান্ধব ও দূরনিয়ন্ত্রিত অত্যাধুনিক মেট্রোরেলকে আরও জনপ্রিয় করার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নিয়েছে। আগের ভ্যাট অব্যাহতির মেয়াদ ছিল ৩১ ডিসেম্বর পর্যন্ত, যা এবার ৩০ জুন পর্যন্ত বৃদ্ধি করা হলো।
এ বিষয়ে তিনি আরও বলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সুপারিশের পরিপ্রেক্ষিতে জনস্বার্থে এই অব্যাহতির মেয়াদ বাড়ানো হয়েছে। এতে মেট্রোরেলের যাত্রী সুবিধা অব্যাহত থাকবে এবং গণপরিবহন ব্যবস্থার ব্যবহার বৃদ্ধি পাবে।
মেট্রোরেল সেবার সূচনা ২০২২ সালের ২৮ ডিসেম্বর। প্রথমে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু করা হয়, এরপর পর্যায়ক্রমে চলাচল মতিঝিল পর্যন্ত সম্প্রসারিত হয়েছে। মেট্রোরেলে যাত্রীদের কোনো শ্রেণিবিন্যাস নেই; সকল যাত্রী নির্ধারিত ভাড়ায় যেকোনো গন্তব্যে যাতায়াত করতে পারেন।
ভ্যাট অব্যাহতির এই বৃদ্ধি মূলত যাত্রীসুবিধা নিশ্চিত করা এবং পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থার ব্যবহার উৎসাহিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গণ্য করা হচ্ছে।




