
সন্ত্রাস ও সহিংসতার আহ্বান জানানো যেকোনো সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের বিরুদ্ধে সরাসরি রিপোর্ট করার আহ্বান জানিয়েছে সরকার। জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি শনিবার থেকে এসব অভিযোগ হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরাসরি গ্রহণ করবে বলে জানানো হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
পোস্টে তিনি বলেন, সন্ত্রাস ও সহিংসতার আহ্বান সংবলিত যেকোনো সোশ্যাল মিডিয়া পোস্ট এখন থেকে সরাসরি রিপোর্ট করা যাবে। এজন্য একটি নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বর ও ইমেইল ঠিকানা দেওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপ নম্বরটি হলো ০১৩০৮৩৩২৫৯২ এবং ইমেইল ঠিকানা [email protected]।
ফয়েজ আহমদ তৈয়্যব আরও জানান, জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি প্রাপ্ত অভিযোগগুলো প্রাথমিক যাচাই-বাছাই করার পর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মাধ্যমে সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে রিপোর্ট পাঠাবে।
তিনি স্পষ্ট করে বলেন, সরকার সরাসরি কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট ডাউন করতে পারে না। তবে যৌক্তিক ও আইনসম্মত কারণ দেখিয়ে সহিংসতার সঙ্গে সম্পর্কিত পোস্টগুলো সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের কাছে রিপোর্ট করতে পারে।
এ ছাড়া তিনি সতর্ক করে বলেন, যে হেট স্পিচ সরাসরি সহিংসতা উসকে দেয় বা সহিংসতার আহ্বান জানায়, তা জাতীয় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে।
শেষে তিনি নাগরিকদের উদ্দেশে আহ্বান জানান, সোশ্যাল মিডিয়াকে সহিংসতা বা অরাজকতা সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার না করে দেশ ও মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা রক্ষায় সচেতন হতে।