তিন দিন ধরে জ্বলছে ভারতের নাগাল্যান্ডের জুকো উপত্যকা

ভারতের নাগাল্যান্ড রাজ্যের জুকো উপত্যকায় দাবানল শুরু হয়েছে, যা আজ তিন দিন ধরে অব্যাহত রয়েছে। স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে ভারতের জাতীয় দৈনিক দ্য হিন্দু জানায়, গত শুক্রবার চার জন স্থানীয় ট্রেকার উপত্যকায় ট্রেকিং করতে গিয়ে আগুনের সূত্রপাত ঘটিয়েছেন। তারা একটি এলাকায় তাঁবু খাটিয়ে ক্যাম্পফায়ার জ্বালান এবং পানি আনতে গিয়ে ফিরে দেখেন, আগুন ছড়িয়ে পড়েছে। আগুনের মধ্যে আটকা পড়া ট্রেকাররা শনিবার উদ্ধার করা হয়

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে তাঁবুর সামনে আগুন জ্বালানোই দাবানলের মূল কারণ। তবে বর্তমানে কতটুকু এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে, তা নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। শুষ্ক আবহাওয়া এবং প্রবল বাতাসের কারণে আগুন প্রতি মুহূর্তে বৃদ্ধি পাচ্ছে।

জুকো উপত্যকার নিকটবর্তী কোহিমা জেলার দুর্যোগ মোকাবিলা বাহিনী আগুন নেভাতে চেষ্টা করলেও, উপত্যকার দুর্গম, খাড়া জঙ্গলে সড়ক না থাকার কারণে দমকলের গাড়ি পৌঁছাতে পারেনি।

নাগাল্যান্ড রাজ্য সরকার জানিয়েছে, এই পরিস্থিতিতে ভারতের বিমান বাহিনীর একটি হেলিকপ্টার ব্যবহার করে আগুন নেভানোর উদ্যোগ নেওয়া হয়েছেহেলিকপ্টার থেকে পানি ছিটিয়ে দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা করা হবে।

এছাড়া স্থানীয় বাসিন্দা, ট্রেকার এবং পর্যটকদের জঙ্গল থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকার ও দুর্যোগ মোকাবিলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং দাবানল নিয়ন্ত্রণে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে।