
ঢাকা রিপোর্টার্স ইউনিটিকে (ডিআরইউ) ২ লাখ টাকা অনুদান দিয়েছে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি)। চলতি বছর ডিআরইউর ৫ জন সদস্য মারা গেছেন। তাদের অনুদান প্রদানে এই সহযোগীতার হাত বাড়িয়ে দেন টিআরএনবি নেতৃবৃন্দ।
শুক্রবার (২১ নভেম্বর, ২০২৫) ডিআরইউ কার্যালয়ে নেতৃবৃন্দের কাছে এই চেক হস্তান্তর করেন টিআরএনবি নেতৃবৃন্দ।
এ সময় ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, টিআরএনবি সভাপতি সমীর কুমার দে, সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান রবিন, অর্থ সম্পাদক ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক আল আমিন দেওয়ান, কার্যনির্বাহী সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল আনোয়ার খান শিপু, ডিআরইউ’র নারী বিষয়ক সম্পাদক রোজিনা রোজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, কার্যনির্বাহী সদস্য জুনায়েদ শিশির, আমিনুল হক ভূইয়াসহ ডিআরইউ সদস্যরা উপস্থিত ছিলেন।
সহযোগীতার হাত বাড়িয়ে দেয়ায় টিআরএনবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। তিনি বলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি দেশের পেশাদার সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন। ডিআরইউ সবসময় সাংবাদিকদের পাশে থাকে। আমরা আশা করি, ভবিষ্যতেও টিআরএনবি ডিআরইউ’র পাশে থাকবে।
টিআরএনবি সভাপতি সমীর কুমার দে বলেন, দেশের পেশাদার সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন ডিআরইউ সবসময় সাংবাদিকদের জন্য বিভিন্ন কল্যাণমূলক কাজ করে থাকে। এবং আমাদের মৃত সদস্য পরিবারকে আর্থিক অনুদান, শিক্ষাবৃত্তিসহ নানাবিধভাবে পাশে থাকে।
টিআরএনবি সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান রবিন বলেন, ডিআরইউ তাদের মৃত সদস্যদের অনুদান প্রদান করে এটা একটি মহৎ কাজ। ভবিষ্যতেও টিআরএনবি ডিআরইউ’র পাশে থাকবে বলে ঘোষণা দেন তিনি।





