
ঢাকা আজিজ সুপার মার্কেটে দোকান (জুসি জুসবার) মালিকের ছোট ছেলে আতিক হাসানকে অপহরণের পর হত্যা করেছে ফ্যাসিস্ট বাহিনী।

ডেক্স নিউজ
আতিক হাসানকে অপহরণের পরে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে দোকান মালিক কর্মচারী সহ স্থানীয়রা।
গত বৃহস্পতিবার ২০/১১/২৫ইং বিকেলে শাহাবাগের আজিজ সুপার মার্কেটের দোকান মালিক সমিতির উদ্যোগে উক্ত মানববন্ধন করা হয়।
আজিজ সুপার মার্কেট দোকান মালিক সমিতির আহবায়ক রবিউল ইসলাম রবি দৈনিক24সংবাদ কে বলেন, ২৪ আগষ্টের পর ফ্যাসিস্টরা পালিয়ে গেলেও খুনিরা ঘাপটি মেরে আমাদের সমাজে লুকিয়ে আছে। সুযোগ বুঝে টার্গেট কিলিং চালিয়ে যাচ্ছে। আমাদের সমিতির ক্যাশিয়ার বাবুল হোসেন আবুল একজন সৎ ও আদর্শবান ব্যবসায়ী। আবুলের ছেলে আতিক হাসান ভদ্র, অমায়িক ও মাদ্রাসা পড়ুয়া ছাত্র ছিলেন। এই কিশোর বয়সে কি এমন শত্রু হতে পারে? শুধু রাজনৈতিক ও ব্যবসায়ীক প্রতিহিংসার কারনেই এই অবুঝ ছেলেটাকে হত্যা করা হয়েছে বলে আমরা বিশ্বাস করি। সমিতির সদস্য সচিব ছানাউল্লাহ শিশির বলেন, আমরা সমিতির দায়িত্ব নেয়ার পর থেকেই বিভিন্নভাবে হুমকি ধামকি পেয়েই আসছি। মার্কেটের ব্যবসায়ীদের বিরুদ্ধে দুষ্কৃতকারীরা সুকৌশলে একের পর এক সমস্যার পাহাড় তৈরি করছে। অবশেষে আমাদের একজন সৎ মানুষের ছেলেকে হত্যাও করল। আমরা হত্যাকারীদের সনাক্ত করে ফাঁসীর দাবী জানাচ্ছি।
ব্যবসায়ীর সন্তান আতিক হাসানকে খুনের প্রতিবাদে মার্কেট সংশ্লিষ্ট সকল মালিক কর্মচারীর পাশাপাশি স্থানীয় জনগণও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।





