বাচ্চাসহ এক অসহায় নারীর পাশে দ্রুত ছুটে যান
বান্দরবান পার্বত‍্য জেলার জেলা প্রশাসক

বাচ্চাসহ এক অসহায় নারীর পাশে বান্দরবানের মানবিক জেলা প্রশাসক.

মুহাম্মদ আলী – বান্দরবান জেলা প্রতিনিধি:

বাচ্চাসহ এক অসহায় নারী বান্দরবান সদরের ট্রাফিক মোড়ে খোলা আকাশের নিচে জীবনযাপন করছেন এই খবর পেয়ে দ্রুত ছুটে যান বান্দরবান পার্বত‍্য জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম‍্যাজিস্ট্রেট শামীম আরা রিনি।

জেলা প্রশাসক অসহায় নারীর খোঁজ খবর নেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে তার ও তার বাচ্চার খাবার, পোষাক, ডায়াপার, এবং সুচিকিৎসা ব‍্যবস্থা করার জন‍্য নির্দেশনা প্রদান করেন।

পরবর্তীতে জেলা প্রশাসকের নির্দেশে জেলা সমাজসেবা কার্যালয়ের মাধ‍্যমে নারী ও বাচ্চার পুনর্বাসনের ব‍্যবস্থা করা হয়।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক),অতিরিক্ত জেলা ম‍্যাজিস্ট্রেট এসএম হাসান, বান্দরবান পার্বত‍্য জেলা,সহকারী কমিশনার মো: আবু তালেব,জেলা সমাজসেবা অধিদপ্তর উপপরিচালক মিল্টন মহুরি ‘সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।