
“‘নো হাংকি পাংকি’— এ ধরনের শব্দ কোনো সভ্য রাজনৈতিক দলের ভাষা হতে পারে না,” মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জেলা শ্রমিকদলের নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সভাটি শহরের গোডাউন রোড এলাকার বশির ভিলা হলরুমে অনুষ্ঠিত হয়।
এ্যানি বলেন, “একটা দেশে নির্বাচন হবে, পক্ষ-বিপক্ষ থাকবে— এটা স্বাভাবিক বিষয়। কিন্তু রাজনৈতিক আদর্শের নামে ‘নো হাংকি পাংকি’ বলা কোনোভাবেই শোভন নয়। আদর্শ মানে সম্মান, নীতি ও দায়িত্ববোধ; সেখানে এই ধরনের ভাষা অগ্রহণযোগ্য।”
জামায়াতে ইসলামীর এক নেতার বক্তব্যকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, “একজন ইসলামী দলের নায়েবে আমীর কীভাবে এই ধরনের কথা বলতে পারেন? এটা কি রাজনৈতিক ভাষা? জনগণ এমন বক্তব্যকে গ্রহণ করেনি। রাজনৈতিক নেতাদের কাছ থেকে মানুষ শালীন, মার্জিত আচরণ আশা করে।”
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই ধরনের বক্তব্য সাধারণ মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে। আমি ভেবেছিলাম উনি দায়িত্বশীল ব্যক্তি হিসেবে পরিমিত ভাষা ব্যবহার করবেন, কিন্তু তা দেখতে পাচ্ছি না।”
বিএনপি নেতা আরও বলেন, “আমরা সাধারণ মানুষের দল, প্রেসিডেন্ট জিয়ার আদর্শের দল। জনগণের ঘরে ঘরে আমরা যাচ্ছি, তাদের হৃদয়ের স্পন্দন বুঝি। আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে আমরা গণমানুষের রাজনীতি করছি।”
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি বলেন, “আপনারা ঘরে ঘরে যান, মা-বোনদের সালাম দিন— বেগম জিয়ার সালাম, তারেক রহমানের সালাম, ধানের শীষের সালাম পৌঁছে দিন।”
সভায় সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলা শ্রমিক দলের সভাপতি সাইফুল ইসলাম শাহীন, পরিচালনা করেন সাধারণ সম্পাদক আবুল হাসান সোহেল।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, বিএনপি নেতা হাফিজুর রহমান, নিজাম উদ্দিন ভূঁইয়া, জেলা যুবদল সভাপতি আব্দুল আলীম হুমায়ুন, সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন, এবং জেলা কৃষক দলের সভাপতি মাহবুব আলম মামুনসহ আরও অনেকে।





