
ফুটবল খেলতে গিয়ে হিট স্ট্রোকে মারা গেছেন ফুটবলার

সীতাকুণ্ড প্রতিনিধিঃ
সীতাকুণ্ডে ফুটবল খেলতে গিয়ে অতিরিক্ত গরমে হিট স্ট্রোক করে সাকিব (২০) নামে এক ফুটবলার ইন্তেকাল করেছেন।
সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১১ টায় সাকিব সীতাকুণ্ড উচ্চ বিদ্যালয় মাঠে পেক্টিস করছিল।
তখন অতিরিক্ত গরম পড়ছিল,এক প্রর্যায়ে সে খেলারত অবস্হায় অজ্ঞান হয়ে পড়ে। তাকে সহপাটিরা দ্রুত সীতাকুণ্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
সাকিব মুরাদপুর ইউনিয়নের ঢালিপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। তার অকাল মৃত্যুতে তার সহপাটি,এলাকাবাসিদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।





