
নোয়াখালীকে আলাদা প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভ করেছেন ‘নোয়াখালীকে বিভাগ চাই’ সংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল তিনটার দিকে শাহবাগ মোড়ে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা এ কর্মসূচি পালন করেন।
বিক্ষোভে অংশ নেওয়া নেতারা বলেন, ‘প্রশাসনিকভাবে নোয়াখালী ও আশপাশের জেলাগুলোর জনসংখ্যা, অর্থনৈতিক সক্ষমতা এবং ঐতিহাসিক গুরুত্ব যথেষ্ট— তবু বিভাগ ঘোষণায় অবহেলিত এই অঞ্চল।’
তাদের দাবি, নোয়াখালী দীর্ঘদিন ধরেই উন্নয়ন বৈষম্যের শিকার। এজন্য দ্রুত ‘নোয়াখালী বিভাগ’ ঘোষণা করতে হবে।
বিক্ষোভকারীরা এ সময় “নোয়াখালী বিভাগ চাই”, “অবহেলা নয়, অধিকার চাই” ইত্যাদি শ্লোগান দেন। তারা বলেন, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও জনগণের সেবা সহজ করতে এই পদক্ষেপ সময়ের দাবি।





