
রাজধানীর মিরপুর রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় ১২ দিন পর উদ্ধার হলো আরও এক নারীর দেহাবশেষ। নিহতের নাম মার্জিয়া সুলতানা (১৮)।
তার পরনের বোরকা দেখে মরদেহ শনাক্ত করেন বাবা সুলতান মিয়া।
পুলিশ জানায়, রোববার বিকেলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পোশাক কারখানার ৩য় তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ নিয়ে ওই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭ জনে।
রূপনগর থানার ওসি মো. মোরশেদ আলম বলেন, “উদ্ধার হওয়া মরদেহটি পুড়ে এতটাই বিকৃত ছিল যে প্রথমে লিঙ্গও বোঝা যাচ্ছিল না। পরে পরিবারের দেওয়া তথ্য ও পোশাক দেখে শনাক্ত করা হয়।”
মার্জিয়ার বাবা সুলতান মিয়া জানান, তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার গোল্লা রাজাপুরে। স্বামী জয় মিয়ার সঙ্গে একই গার্মেন্টসে কাজ করতেন মার্জিয়া। আগুনের ঘটনায় জয় মারা যান, কিন্তু মার্জিয়া ছিলেন নিখোঁজ।
তিনি আবেগাপ্লুত কণ্ঠে বলেন,
“আমরা জানতাম মেয়ের লাশ ওই ভবনেই আছে। কিন্তু কেউ খুঁজতে দিচ্ছিল না। অবশেষে আজ পুলিশ নিয়ে গিয়ে ৩য় তলায় মেশিনের নিচে তার মরদেহ পাই। পরনের বোরকা দেখে চিনতে পেরেছি—এটাই আমার মেয়ে।”





