যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি

সাতবাড়িয়া ইউনিয়নে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

মোক্তার আহমদ।
চন্দনাইশ (চট্টগ্রাম)প্রতিনিধি।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম   প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির  দক্ষিণ জেলা যুবদলের আগামী ২৭শে অক্টোবর সাতকানিয়া কেরানী হাটে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষ্যে মোঃ ইব্রাহিমের সঞ্চালনায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায়  সভাপতিত্ব করেন সাতবাড়ীয়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজ মিয়া, প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের কৃষি বিষয়ক সম্পাদক মীর মোঃ মহিউদ্দিন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সদস্য ও সাতবাড়ীয়া ইউনিয়ন সভাপতি   জনাব জারুল্লাহ, বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন যুবদল নেতা আজিজুর রহমান (আজিজ), আবুল কালাম আজাদ, শাহাবুদ্দিন, মালেক, মো সেলিম, আক্তার হোসেন, সাইদুল ইসলাম সোহেল, মো: হাবিব, ছৈয়দুর রহমান, পারভেজ, মোঃ সোহেল, ইমতিয়াজ, নুরুসালাম,মিন্টু দিদার,   জিসান,নয়ন, খালেক, মিজান, নুরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। এতে সাতবাড়ীয়া ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল ও শেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।