চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তা- কর্মচারীদের চাকরিতে পুনর্বহালের দাবি জাতীয় পার্টির ।

পটিয়ায় উপজেলা দিবসের সভায় বক্তারা: চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তা- কর্মচারীদের চাকরিতে পুনর্বহালের
দাবি জাতীয় পার্টির ।

পটিয়া (চট্টগ্রাম) সেলিম চৌধুরী:-
বাংলাদেশের ৬৮ হাজার গ্রাম বাংলার উন্নয়নের অগ্রদূত, উপজেলা ব্যবস্থার প্রবর্তক ও পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের স্মরণে ২৩ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে “উপজেলা দিবস” উপলক্ষে চট্টগ্রামের পটিয়ায় জাতীয় পার্টির উদ্যােগে নোঙর রেস্তোরাঁয় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি ফরিদ আহমদ চৌধুরী, পটিয়া পৌরসভা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোস্তাক আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা সাবেক এমপি আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও দক্ষিণ জেলার আহবায়ক আমান উল্লা আমান, প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক

ও দক্ষিণ জেলার সদস্য সচিব আলহাজ্ব নুরুল ইসলাম কমিশনার, দক্ষিণ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা রফিক আহমদ চেয়ারম্যান, পটিয়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফয়জুল কবির চৌধুরী টিটু,
সহ সভাপতি নাজিম উদ্দীন নাসু, তাপস বড়ুয়া, ইকবাল মেম্বার, আমিন ফারুকী, সৈয়দুল আরেফিন প্রান্ত, শাহ আলম কন্টাক্টতার,ইউসুফ, আজিজ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, পটিয়া সহ চট্টগ্রামে চলতি বছর বিভিন্ন সময়ে প্রায় ১০ হাজার ব্যাংক কর্মকর্তা কর্মচারীদের চাকরিচ্যুত হয়েছে। অনতিবিলম্ব চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তা- কর্মীচারীদের চাকরিতে পুনর্বহালের দাবি জানান,অন্যতাই জাতীয় পার্টি বৃহৎ আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন।

জাতীয় পার্টির নেতৃবৃন্দ বলেন, সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ বাংলাদেশের প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও গ্রামীণ উন্নয়নের অন্যতম স্থপতি। তাঁর দূরদর্শী চিন্তা ও উদ্যোগেই দেশের সর্বত্র উপজেলা পদ্ধতি চালু হয়, যা তৃণমূলের জনগণকে উন্নয়নের মূল ধারায় যুক্ত করেছে। আগামীতে দুর্নীতি বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে জাতীয় পার্টিকে ক্ষমতাই আনার জন্য দেশবাসীর প্রতি আহবান জানান।

আলোচনা সভায় জেলা ও উপজেলা জাতীয় পার্টি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।