
আইনগত বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিবেদন :
সর্বসাধারণের জ্ঞাতার্থে জানানো যাইতেছে যে আমার মক্কেল সেকান্দর আলম, পিতা- ছাবের আহম্মদ, মাতা- নুর জাহান বেগম সাকিন – মনির রোড,খাজা রোড, দঃপঃ চান্দগাঁও মনির রোড, ডাকঘর ও থানা চান্দঁগাও,তফসীলোক্ত সম্পত্তি খরিদ্দার্থে আমেনা বেগম গং, স্বামী – মরহুম শাহ আলম, পিতা -মরহুম নজুমিয়া,মাতা মরহুম মোমেন তাজ,সাকিন হাটহাজারী রোড, মুরাদপুর চন্নু মিয়া লাইন,পশ্চিমে চন্নু মিয়া সওদাগরের বাড়ি,ডাকঘর – চকবাজার ৪২০৩,থানা পাচঁলাইশ,জেলা- চট্টগ্রাম এর সহিত চুক্তিবদ্ধ হইয়াছেন তফসীলোক্ত সম্পত্তিতে কারো/কাহারো দাবি দাওয়া পাওনা থাকিলে বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ (পনের)দিনের মধ্যে সংশ্লিষ্ট দলিলাদি সহ নিম্নে স্বাক্ষর কারীর( 01782718444)সহিত যোগাযোগের অনুরোধ রহিল।মেয়াদান্তে তফসীলোক্ত সম্পত্তি সম্পূর্ণ নির্দ্দায় নিস্কন্টক গন্য হইবে।
তফসীল
মৌজা – চান্দগাঁও জে এল -৯ থানা- সাবেক পাচঁলাইশ,হাল চান্দগাঁও, জেলা – চট্টগ্রাম আর. এস খতিয়ান নং ২৯২৩, আর.এস দাগ নং –১৪০৯২তৎ সামিল বি এস খতিয়ান নং ৫৪০আগত বি এস নামজারী খতিয়ান নং ১৪১৮১,বি এস দাগ নং১২৭৮৪,
জায়গার পরিমান০.০২৫৬একর বাড়ী ভিটা ও তদস্থিত সেমিপাকা গৃহ।
যোগাযোগ – 01782718444