যারা শিপ ব্রেকিং ইয়ার্ড গ্রীন সনদ নিতে পারেনি তাদের এ ব্যবসা গুটিয়ে নিতে হবে

যারা গ্রীণ শিপ ইয়ার্ড গড়ে তুলতো পানেননি,তারা ব্যবসা গুটিয়ে নিতে হতে পারে,,,,বিগ্রেঃ জেঃ সাখাওয়াত হোসেন

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ডঃ
যারা শিপ ব্রেকিং ইয়ার্ড গ্রীন সনদ নিতে পারেনি তাদের এ ব্যবসা গুটিয়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেন। শনিবার দুপুরে  চট্টগ্রামের সীতাকুণ্ডে কেএসআরএম শিপ ব্রেকিং ইয়ার্ডের জাহাজ পুনঃপ্রক্রিয়াজাত কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। এসময় নৌ উপদেষ্টা জানান,  হংকং কনভেনশননীতি অনুসরণ করায় চট্টগ্রামের ১৬ টি শিপ ব্রেকিং ইয়ার্ড গ্রীন শিপইয়ার্ড সনদ পেয়েছে। পাইপলাইনে আছে আরও কয়েকটি। তবে বেশিরভাগ ইয়ার্ড এখনও অনুসরণ করতে পারেনি নিয়মনীতি। বিষয়টি সহজতর করতে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে বলেও ব‍্যবসায়ীদের আশ্বস্ত করেন উপদেষ্টা। এছাড়া গ্রীন সনদ নেয়ার সময় আরও বাড়ানো যায় কিনা তাও নিয়েও সরকার চেষ্টা করবে। এদিকে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জন্য আরও ৩ টি জাহাজ কেনা হচ্ছে, এ খাতে আয় বাড়াতে সরকারের এ উদ্যোগ নিচ্ছে বলেও জানান নৌ পরিবহন উপদেষ্টা। এর আগে সকালে শিপ ইয়ার্ড কর্তৃপক্ষের সাথে বৈঠক করেন তারা। এসময় তারা এ খাতের নানা সমস্যার কথা উপদেষ্টার কাছে তুলে ধরেন। পরে নৌ উপদেষ্টা শিপ ব্রেকিং ইয়ার্ড ঘুরে দেখেন।
ইয়ার্ড পরিদর্শনকালে উপস্হিত ছিলেন, বন্দর সচিব,নৌ বাহিনীর কমান্ডর,ইউএনও ইফতেখার হোসেন, কেএসআরএম এর ব্যবস্হাপনা পরিচালক আব্দুল করিম,শিপ ব্রেকিং এসোসিয়েশনের সচিব,অন্যন্য কর্মকর্তাবৃন্দ।