আইডিএফ-পিকেএসএফ সমৃদ্ধি কর্মসূচি স্বাস্থ্য সেবার অংশ হিসেবে বান্দরবানে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত।

আইডিএফ-পিকেএসএফ সমৃদ্ধি কর্মসূচি স্বাস্থ্য সেবার অংশ হিসেবে বান্দরবানে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত।

মুহাম্মদ আলী – জেলা প্রতিনিধি :
আইডিএফ-পিকেএসএফ সমৃদ্ধি কর্মসূচি বান্দরবান সদর উপজেলার আওতাধীন কুহালং ইউনিয়নে স্বাস্থ্য সেবা ও পুষ্টি কার্যক্রমের অংশ হিসেবে ২৬জুন বৃহস্পতিবার সকালে চক্ষু ক্যাম্প এর আয়োজন করা হয়।

চক্ষু ক্যাম্প এ সেবা প্রদান করেন ডা.শুভ চক্রবর্তী, মেডিকেল সার্জন,লায়ন চক্ষু হাসপাতাল, মি.সাইফুল আজম, অপটালমিক এসিস্ট্যান্ট,লায়ন চক্ষু হাসপাতাল ও লায়ন চক্ষু হাসপাতাল এর মেডিকেল টিম।

ক্যাম্প এ উপস্থিত ছিলেন মংপু মার্মা,চেয়ারম্যান, কুহালং ইউনিয়ন পরিষদ। উচ্চ প্রু মার্মা, প্রশাসনিক কর্মকর্তা কুহালং ইউনিয়ন পরিষদ, বান্দরবানে বিশিষ্ট লেখক ও সাংবাদিক মুহাম্মদ আলী, মো:শফি আলম (মানিক), উপজেল কর্মসূচি সমন্বয়কারী, সমৃদ্ধি কর্মসূচি, আইডিএফ।

আয়োজিত চক্ষু ক্যাম্প এ সহযোগিতা করেন বিকাশ কর্মকার,স্বাস্থ্য কর্মকর্তা,চাইথুই মার্মা,সহকারি কর্মসূচি সমন্বয়কারী, নাইম্রাচিং মার্মা, স্বাস্থ্য পরিদর্শক,মেহ্লা প্রু মার্মা, স্বাস্থ্য পরিদর্শক, সমৃদ্ধি কর্মসূচি, আইডিএফ,বান্দরবান সদর উপজেলা।