মিরসরাইয়ে প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ শিক্ষার্থীদের কৃতি সংবর্ধনা ও পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন,
এম অলিউল্লাহ নিজামী,,
উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের গত দুই শিক্ষাবর্ষের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের কৃতি সংবর্ধনা এবং ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷
রবিবার (২২ জুন) সকালে কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আবচার উদ্দিনের সভাপতিত্বে কলেজের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিভাগের প্রভাষক শেখ ফরিদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের দাতা সদস্য ও ক্লিফটন গ্রুপের পরিচালক এমডি এম মহিউদ্দিন চৌধুরী৷
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের দাতা সদস্য গিয়াস উদ্দিন, গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. কামাল উদ্দিন, সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপিকা শামসুন নাহার, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শিমুল কান্তি নাথ, আইসিটি বিভাগের প্রভাষক আল মাহমুদ শাকিল৷
এই বছর কলেজ থেকে ৩৫৭ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে৷ এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত ৫৭ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়৷ ক্রেস্ট প্রদান শেষে সবাই একসাথে একই ফ্রেমে ফটোসেশনে অংশ নেন৷ সর্বশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলেজের সহকারী অধ্যাপক ইউসুফ মিয়া৷