রাস্তার দুই ধারের বৃক্ষ গুলোকে বৃক্ষ হত্যাকারীদের হাত থেকে রক্ষা করার জন্য স্মারকলিপি

রাস্তার দুই ধারের বৃক্ষ গুলোকে বৃক্ষ হত্যাকারীদের হাত থেকে রক্ষা করার জন্য স্মারকলিপি প্রদান

বিপ্লব দাস (চট্টগ্রাম) বিশেষ প্রতিনিধি-ঃ

বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের উদ্যোগে আজ ১৯জুন ২০২৫ বৃহস্পতিবার সকাল ১১ঘটিকায় চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় গ্রামে- গঞ্জে রাস্তার ধারের বৃক্ষ গুলোকে বৃক্ষ হত্যাকারীদের হাত থেকে রক্ষা করার জন্য স্মারক লিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) চট্টগ্রাম মোহাম্মদ সাদিউর রহিম জাদিদ। এ সময় উপস্থিত ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিক, অর্থ সম্পাদক তপন ভট্টাচার্য্য, টেলিভিশন ও বেতার কেন্দ্রের উপস্থাপিকা ও আবৃত্তি শিল্পী দিলরুবা খানম ছুটি, ক্যাব সদস্য মুহাম্মদ জানে আলম।স্মারক লিপিতে উল্লেখ করা হয়, বৈশ্বিক জলবায়ু পরিস্থিতি ও ভবিষ্যৎ প্রজন্মের কথা না ভেবে আমাদের দেশ গ্রামে- গন্জে রাস্তার ধারে বৃক্ষ গুলোকে হত্যা করে অর্থলোভি কিছু মানুষ । আরো উল্লেখ থাকে যে আমাদের দেশের কিছু মানুষের ধারণা স্থানীয় চেয়ারম্যান থেকে অনুমতি নিয়ে রাস্তার ধারে বৃক্ষের চারা রোপন করে ১৫ থেকে ২০ পর বৃক্ষ গুলোকে বিক্রি করে অর্থ উপার্জন করা যায়। এইটি পরিবেশের জন্য চরম ক্ষতি, একটি অপরাধ জনক ঘৃনিত কাজ। বৃক্ষের চারা সকলে রোপণ করতে পারবে কিন্তু কেউ বৃক্ষ হত্যা করতে পরাবে না। এইটি আইনগতভাবে দন্ডনীয় অপরাধ।
উল্লেখ্য য, বন আইন -২০১৯ (খসড়া) -এর ১৩ নম্বর অধ্যায়ের ৮৭নং অনুচ্ছেদে বলা হয়েছে সরকার জনস্বার্থে এবং জীব বৈচিত্র্য সংরক্ষণের জন্য যে কোন বৃক্ষ বা বৃক্ষশ্রেণি সরকারি গেজেট নোটিফিকেশন দ্বারা বৃক্ষ হিসেবে ঘোষণা করিতে পারিবে। বিশ্ব পরিবেশ প্রাণ-প্রকৃতি রক্ষা আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে, আগামী প্রজন্মের জন্য সুন্দর সোনালী সবুজ পৃথিবী গড়ে তোলার জন্য, প্রতিটি উপজেলার রাস্তার ধারের বৃক্ষগুলোকে সরকারি গেজেট নোটিফিকেশন করে সংরক্ষিত বৃক্ষ ঘোষনা করে, পরিবেশ সুরক্ষা আইনের যথাযথ প্রয়োগ করে বৃক্ষ হত্যাকারীদের হাত থেকে বৃক্ষ গুলোকে রক্ষা করার জন্য জেলা প্রশাসককে অনুরোধ জানান।

ছবির ক্যাপশন- রাস্তার দুই ধারের বৃক্ষ গুলোকে রক্ষা করার জন্য স্মারকলিপি প্রদান করছেন বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের নেতৃবৃন্দ।