সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সদস্য নবায়ন কর্মসূচি

কালিগঞ্জের বিষ্ণুপুরে বিএনপির নবায়নকৃত সদস্য ফরম বিতরণ

শিমুল হোসেন, কালিগঞ্জ সাতক্ষীরা ব্যুরো চীফ।

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সদস্য নবায়ন কর্মসূচির অংশ হিসেবে নবায়নকৃত সদস্য ফরম বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৪ মে ২০২৫) বিকাল ৪টায় ইউনিয়নের ১নং ও ৯নং ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে বিএনপির নবায়নকৃত সদস্য ফরম নেতাকর্মীদের মাঝে বিতরণ করা হয়।

ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য আক্কাস আলী সরদারের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাস কমিটির সদস্য এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক ও সাস কমিটির সদস্য জিএম রফিকুল ইসলাম, সাবেক সদস্য সচিব আজিজুর রহমান,সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল সরদার।এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম আহ্বায়ক ইদ্রিস আলী সরদার,আব্দুল জলিল মোড়ল, শেখ আব্দুস সালাম, সাবেক সেক্রেটারি কামরুজ্জামান হাবিব, বিএনপি নেতা মারুফ মুন্নুন দোলন, যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম সরদার, কৃষকদলের সভাপতি বাবলুর রহমান, সেক্রেটারি হামিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন,দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে সদস্য নবায়ন কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে এই সদস্য ফরম বিতরণ কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে এবং বিএনপির সাবেক নেতাকর্মী, সমর্থক এবং নতুন প্রজন্মের আগ্রহীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে এই আয়োজন ঘিরে।