
পটিয়া পৌরসভা ৮ নম্বর ওয়ার্ড
লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি’র) কমিটি গঠন
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:-
লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি’) পটিয়া পৌরসভা ৮ নম্বর ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। ১৬ মে শুক্রবার সন্ধায় স্থানীয় মাদ্রাসার মাঠে কমিটি গঠন কল্পে এক সভা ওমর ফারুকের সভাপতিত্বে।মোহাম্মদ নুরুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌরসভা এলডিপি’র যুগ্ম আহবায়ক ও সদর বনিক সমিতির সভাপতি গাজী আমির হোসেন, প্রধান বক্তা ছিলেন পটিয়া পৌরসভা এলডিপি’র সদস্য সচিব মজিবুর রহমান।
বক্তব্য রাখেন মৌলনা মনির, আবদুল কাদের, সাইফুল ইসলাম, সিরাজুল হক আমেরী, ছিদ্দিক আহমদ, জামাল, করিম,আকবর, সাহেদ,হোসেন, মহিউদ্দিন, ছবুর আবছার, ছাএনেতা রাকিব চৌধুরী, ছাএনেতা শাওন, নিয়াজ উদ্দিন প্রমুখ।
সভায় শেষে ওমর ফারুক সভাপতি, মোহাম্মদ নুরুল আলম ইন্সুইরেন্স কে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
সভা প্রধান অতিথি’র বক্তব্যে গাজী আমির হোসেন বলেন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি সারা বাংলাদেশ শক্তি শালী হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচন চট্টগ্রাম ১২ পটিয়া আসেনর সংসদ সদস্য প্রার্থী বিশিষ্ট শিল্পপতি এম. এ ইয়াকুব আলী কে ছাতা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
প্রধান বক্তা মুজিবুর রহমান বলেন, এলডিপি’র চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কর্নেল অবসর অলি আহমদ বীর বিক্রম গত রমজান মাসে জনসম্মুখে ঘোষণা দেন পটিয়া আসেনর এমপি প্রার্থী দক্ষিণ জেলা এলডিপি’র সভাপতি শিল্পপতি এম এ ইয়াকুব আলী। আগামী সংসদ নির্বাচনে এলডিপি’র প্রার্থী ইয়াকুব আলী কে বিজয়ী করতে নেতা কর্মীদের এখন থেকে মাঠে ময়দানে দলকে সুসংগঠিত করার আহবান জানান।