জলবাযু পরিবর্তন বাংলাদেশের জন্য একটি মারাত্বক হুমকী ইউএনও ফখরুল ইসলাম ।
কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ডঃ
জলবায়ু পরিবর্তনের কারনে বাংলাদেশের মানুষ নানাবিধ সমস্যার সম্মূখিন হচ্ছে।
এতে দেশের বেশীরভাগ গ্রামে বসবাসকারী লোকজন ক্ষতিগ্রহস্হ হচ্ছে,স্বাস্হ্য ঝুকিতে ভোগছে গ্রামের মানুষ।
জলবায়ু পরিবর্তন ও স্বাস্হ্য প্রকল্প, ব্র্যাকস্বাস্হ্য কর্মসূচী সীতাকুণ্ড কর্তৃক আয়োজিত
স্বাস্হ্যগত ঝুঁকি মোকাবেলা ও অবহিতকরণ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে বলেছেন
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম।
আজ শনিবার (১৭ মে) উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স হলরুমে সীতাকুণ্ড স্বাস্হ্য প্রকল্প ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ
আলতাফ হোসেন এর সভাপতিত্বে ও ব্র্যাক এর সিনিয়র প্রোগ্রাম অফিসার বিপন হাজারীর পরিচালনায় সেমিনারে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাক্তার তনয় মজুমদার,ডাক্তার ফখরুল আমিন, ব্র্যাক জেলা ব্যবস্হাপক মোঃ জয়নাল আবেদীন খান, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী, সাংবাদিক ইমাম হোসেন স্বপন,প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক,প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি দীপক ভট্রাচার্য, সীতাকুণ্ড প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক সন্জয় চৌধুরী,সি সি এইচ ফেরদৌস আক্তার সহ হাসপাতালের কর্মকর্তা,সেবক,মসজিদের ইমাম,সাংবাদিক,সমাজের বিভিন্ন পেশার লোকজন উপস্হিত ছিলেন।
প্রধান অতিথি ইউএনও ফখরুল ইসলাম আরো বলেন,জলবায়ু পরিবর্তনে সংবেদনশীল রোগ সমূহের জন্য রোগীর নজরদারী, সতর্কীকরন , জলবায়ু - সহনশীল স্বাস্হ্য ব্যবস্হা ও প্রয়োজনীয় ব্যবস্হা যার যার অবস্হান থেকে কাজ করতে হবে।
টিএইচও ডাঃ আলতাফ হোসেন বলেন,জলবায়ু সংবেদনশীলে ভেক্টর - বাহিত রোগ ডেঙ্গু,ম্যালেরিয়া,চিকুনগুনিয়া,
জিকা,শ্বাসতন্ত্রের রোগের মধ্যে যক্ষা( টিবি), হাঁপানী,পানিবাহিত রোগের মধ্যে ডায়রিয়া,কলেরা,টাইফয়েড জ্বর,আমামশ,স্বাস্হ্য ঝুকির মধ্যে মানসিক সমস্যা,চর্মরোগ,সাপের আক্রমন,মা ও শিশুদের পিআইডি,ইউটিআই,গর্ভকালীন সমস্য, তাপমাত্রা জনিত স্বাস্হ্য সমস্যার মধ্যে হিট এক্সহসশন,হিট স্ট্রোক,নিউমোনিয়া,,উচ্চ রক্তচাপ,ডায়াবেটিসরোগ সহ বিভিন্ন রোগে আক্রাস্ত হতে পারে।
তাই সকলকে সতর্কতার সাথে চলতে হবে,উল্লেখিত কোন রোগে আক্রান্ত হলে ব্র্যাক বা নিকটস্হ হাসপাতালের স্বরনাপন্ন হতে হবে।