
সীতাকুণ্ডে পৌর আওয়ামী ক্যাডার সেলিম আটক
সীতাকুণ্ড প্রতিনিধিঃ
সীতাকুণ্ড পৌর আওয়ামীলীগের ক্যাডার, সাংবাদিক জহিরের ভাইজী জামাই,মোহাম্মদ সেলিম প্রকাশ ক্যাডার সেলিম কে আজ মোমবার ১২ টায় সীতাকুন্ড বাজার থেকে পুলিশ
আটক করেছে।
আটককৃত সেলিম সীতাকুণ্ড পৌরসভা ২ দুই নং ওয়ার্ড আওয়ামীলীগের প্রচার সম্পাদক ও আলী হাজী বাড়ীর মোঃ শফিউল আলম শেখ এর ছেলে।
সীতাকুণ্ড মডেল থানার ওসি তদন্ত জানায়,আটককৃত সেলিম আওয়ামীলীগের প্রচার সম্পাদক ও স্হানীয় নিরীহ ও বিএনপি, জামায়াতের লোকদের উপর দলীয় প্রভাবে হয়রানী,মিথ্যা মামলা দিয়ে এলাকাছাড়া করার অভিযোগ পাওয়া গেছে।