জেলা প্রশাসনের মাঠ কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত

জেলা প্রশাসনের মাঠ কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত…..

ডেস্ক নিউজ:১০মে( চট্টগ্রাম)

মাঠ প্রশাসনের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ আইন,বিধি, পরিপত্র,এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসি এবং ভ্রাম্যমাণ আদালত সম্পর্কিত কর্মশালা ১০ মে চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম বিভাগের কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীনের সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ রহীম।
মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় আরও উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব (জেলা ও মাঠ প্রশাসন অধিশাখা)মোহাম্মদ খোরশেদ আলম খান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোহাম্মদ নূরুল্লাহ নূরী।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) শারমিন জাহান ।

এছাড়া চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার জেলা প্রশাসকবৃন্দ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটবৃন্দ, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ ও শিক্ষানবিস সহকারী কমিশনারবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।