সালিশের নামে ইউপি সদস্যের প্রতারণা, ভাইকে দিয়ে হামলার অভিযোগ

পটুয়াখালীতে সালিশের নামে ইউপি সদস্যের প্রতারণা, ভাইকে দিয়ে হামলার অভিযোগ


সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালী সদর উপজেলার শ্রীরামপুর বাজার এলাকায় জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে ডেকে নিয়ে প্রতিপক্ষের ওপর ভাইকে দিয়ে হামলার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। ঘটনার সময় আহত হন মো. রুবেল ও মো. হানিফ নামের দুই ব্যক্তি, বর্তমানে তারা পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আহতদের অভিযোগ, মৌকরন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাইদুল চৌকিদার বিরোধপূর্ণ জমির মীমাংসার আশ্বাস দিয়ে তাদের ঘটনাস্থলে ডেকে নেন। সেখানে উপস্থিত হয়ে তার ভাই রবীদুল চৌকিদারসহ ১০ থেকে ১৫ জন মিলে তাদের ওপর হামলা চালায়। পরে হাসপাতালে যাওয়ার পথে শ্রীরামপুর বাজার এলাকায় দ্বিতীয় দফায় আবারও হামলার শিকার হন তারা।

ভুক্তভোগী রুবেল জানান, “আমরা রশিদ চৌকিদারের কাছ থেকে ২০ শতাংশ জমি ক্রয় করি। দুই বছর আগে সেখানে গাছ লাগালে ছালাম চৌকিদার তা উপড়ে ফেলেন। বুধবার সকালে কলাগাছ রোপণ করতে গেলে বিরোধ শুরু হয়। ইউপি সদস্যকে বিষয়টি জানালে তিনি আমাদের সেখানে যেতে বলেন। উপস্থিত হয়েই তার ভাইসহ অন্যরা আমাদের মারধর করে।”

রুবেল আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে জমি নিয়ে ইউপি সদস্যের কাছে সহযোগিতা চাওয়া হলেও তিনি কোনো কার্যকর ভূমিকা না নিয়ে উল্টো তার ভাইকে জোরপূর্বক জমি দখলে রাখতে সহায়তা করছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত রবীদুল চৌকিদার বলেন, “আমি কলাগাছ রোপণ করেছি, তারা তা উপড়ে ফেলেছে। আমাকে মারধর করেছে, আমিও হাসপাতালে ভর্তি।”

ইউপি সদস্য সাইদুল চৌকিদার বলেন, “ওরা আমার ভাইকে মারধর করেছে। বাজারে একটু হাতাহাতি হয়েছে, তবে বড় ধরনের কিছু হয়নি।”

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহম্মেদ জানান, “ঘটনার লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।