চট্রগ্রাম চন্দনাইশে মাসব্যাপি বানিজ্যমেলা পুনরায় চালু
চন্দনাইশে মাসব্যাপি বানিজ্যমেলা পুনরায় চালু
মোকতার আহমদ,চন্দনাইশ (চট্টগ্রাম)প্রতিনিধি।
চন্দনাইশ উপজেলায় বানিজ্য মেলা ২দিন বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে। জানা যায় .১লা মে চালু হবার পর আইনী জটিলতার কারনে ২দিন বন্ধ থাকার পর গত বুধবার গাছবাড়ীয়া সরকারী কলেজের উত্তর পাশের মাঠে এ মেলা মাসব্যাপী সকাল ৯ টা থেকে রাত ১০টা পর্যন্ত চালু থাকবে।
উপজেলা নির্বাহী অফিসার মো:রাজিব হোসেন বলেন,সব জটিলতা কাটিয়ে মেলা পুন চালুর বিষয়টি নিশ্চিত করেন। সাধারন দর্শনাথীর সাথে কথা বলে জানা যায় যে,অনেক বছর পর এ ধরনের শিল্প ও বানিজ্যমেলা পেয়েছি। রাজনৈতিক প্রতিহিংসার কারনে যেন এ মেলা আর বন্ধ না হয়। আবাল বৃদ্ধ বনিতার সমাগমে চিক্ত বিনোদনের এ মেলা দ:চট্টগ্রামে প্রচুর সাড়া জেগেছে ।
উপচেপড়া ভিড়ে বানিজ্য মেলায় ক্রোকারিজ,গার্মেন্টস পন্য,তাঁত সামগ্রী,খেলানা বস্তু.নাগর দোলা ইত্যাদি দৃশ্যমান।চন্দনাইশ উপজেলার এলডিপির পৌর সভাপতি আলহাজ এম,আইনুল কবিরের নেতৃত্বে এ মেলা সুন্দভাবে চলছে বলে দর্শনার্থীরা জানিয়েছেন।
চট্রগ্রাম চন্দনাইশে মাসব্যাপি বানিজ্যমেলা পুনরায় চালু
চন্দনাইশে মাসব্যাপি বানিজ্যমেলা পুনরায় চালু
মোকতার আহমদ,চন্দনাইশ (চট্টগ্রাম)প্রতিনিধি।
চন্দনাইশ উপজেলায় বানিজ্য মেলা ২দিন বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে। জানা যায় .১লা মে চালু হবার পর আইনী জটিলতার কারনে ২দিন বন্ধ থাকার পর গত বুধবার গাছবাড়ীয়া সরকারী কলেজের উত্তর পাশের মাঠে এ মেলা মাসব্যাপী সকাল ৯ টা থেকে রাত ১০টা পর্যন্ত চালু থাকবে।
উপজেলা নির্বাহী অফিসার মো:রাজিব হোসেন বলেন,সব জটিলতা কাটিয়ে মেলা পুন চালুর বিষয়টি নিশ্চিত করেন। সাধারন দর্শনাথীর সাথে কথা বলে জানা যায় যে,অনেক বছর পর এ ধরনের শিল্প ও বানিজ্যমেলা পেয়েছি। রাজনৈতিক প্রতিহিংসার কারনে যেন এ মেলা আর বন্ধ না হয়। আবাল বৃদ্ধ বনিতার সমাগমে চিক্ত বিনোদনের এ মেলা দ:চট্টগ্রামে প্রচুর সাড়া জেগেছে ।
উপচেপড়া ভিড়ে বানিজ্য মেলায় ক্রোকারিজ,গার্মেন্টস পন্য,তাঁত সামগ্রী,খেলানা বস্তু.নাগর দোলা ইত্যাদি দৃশ্যমান।চন্দনাইশ উপজেলার এলডিপির পৌর সভাপতি আলহাজ এম,আইনুল কবিরের নেতৃত্বে এ মেলা সুন্দভাবে চলছে বলে দর্শনার্থীরা জানিয়েছেন।
ছাত্র-জনতাকে লক্ষ্য করে গুলিবর্ষণকারী যুবলীগ নেতা টিটুর অস্ত্র উদ্ধার হয়নি
৩৯নং ওয়ার্ডস্থ যুবলীগ -ছাত্রলীগের ৩সদস্য আটক.
জেলা প্রশাসনের মাঠ কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত
কাঠ ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি চ হ্লা প্রু জিমি- সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী
বাউফলের বগা লোহালিয়া নদীর উপর ৯ম চীন- বাংলাদেশ মৈত্রী সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন
জামান ইন্টাঃএর হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত