একাডেমির ২৫ বছর পূর্তি উপলক্ষে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত......
ক্রীড়া ডেস্ক:(চট্টগ্রাম)
৯মে শুক্রবার বিকেলে সিডিএ বালুর মাঠে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি সদ্য বাফুফের নিবন্ধন প্রাপ্ত লাইসেন্স একাডেমির পরিচালকদের আনুষ্ঠানিক ভাবে বুঝিয়ে দিচ্ছেন উপদেষ্টা কোচ ও সাবেক ফুটবলার মোঃ আলাউদ্দিন ও সহকারী কোচ মোঃ মামুন, কর্মকর্তা মোঃ আঃ রহিম।
প্রীতি ম্যাচে সিনিয়র টিম ২-১ গোলে জুনিয়র টিম কে হারিয়েছে। জয়ী দলের আরিফ ও বিজিত দলের জিসান ১টি গোল পরিশোধ করে।
এসময় মাঠে টিম ম্যানেজার ও পরিচালক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা,মাঠ সমন্বয়কারী মোঃ আমির খন্দকার, উপ কমিটির সদস্য মোঃ রাকিব ,পরিচালক সদস্য মোঃ ইকবাল হোসেন , অভিভাবক সদস্য মোঃ বাদল সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, বিগত ২০০০ সালের ৫ মে সিমেন্ট ক্রসিং এলাকায় ছোট্ট একটি মাঠে মাত্র ২৩ জন সদস্য নিয়ে হালিশহর একাদশ ক্লাব গঠন করা হয় এবং পরে আস্তে আস্তে একে একাডেমি হিসেবে আত্মপ্রকাশ করা হয়েছে।
যা বর্তমানে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি নামে রূপ লাভ করেছে।
ইতিমধ্যে এই একাডেমি চট্টগ্রাম মহানগর ও জেলা অত্যন্ত সু নামের সহিত ২১ জন পরিচালক,১১ সদস্য বিশিষ্ট উপ কমিটি এবং ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ,৩ সদস্যর সমন্বয়ক কমিটি চলছে একাডেমিক কার্যক্রম।