জামান ইন্টাঃএর হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সীতাকুণ্ডে জামান ইন্টাঃএর হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


সীতাকুণ্ড প্রতিনিধিঃ

চট্টগ্রাম সীতাকুণ্ডের জামান ইন্টারন্যাশনাল হজ্ব কাফেলা ট্রাভেল এন্ড ট্যুরস্ এর হজ্ব প্রশিক্ষণ কর্মশালা ও হাজ্বী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ মে) সকাল ১০ টার থেকে পৌরসদরের হাজেরা হ্যাভেন গার্ডেনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।


জামান ইন্টারন্যাশনাল হজ্ব কাফেলা ট্রাভেলস্ এন্ড ট্যুরস্ এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ নুরুজ্জামান এর সভাপতিত্বে ও মাওলানা শাহাদাত হোসেনের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ কমল কদর, সীতাকুন্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আল কাইয়ুম চৌধুরী, আলহাজ্ব আবুল কালাম আজাদ, আলহাজ্ব কামাল উদ্দিন ভূঁইয়া,আলহাজ্ব মাওলানা আনোয়ার হোসাইন, আলহাজ্ব মছিউদ্দৌলা, আলহাজ্ব মাওলানা নুরুল আলম জিহাদী, সাদেক মাস্তান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর সিদ্দিক, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ ইসহাক।
এ সময় প্রতীকিভাবে কিভাবে ইরাম ও তাওয়াফ করতে হয় প্রদর্শনী করা হয়। গত বছর জামান ইন্টারন্যাশনাল হজ্ব কাফেলা থেকে হজ্ব করা ব্যক্তিরা স্মৃতিচারণ ও কাফেলার সার্বিক ব্যবস্থার প্রশংসা করেন। হজ্ব প্রশিক্ষণ কর্মশালা শেষে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।