মৃত্যু রোধে কুমিরায় কেএসআরএম ও রয়েল সিমেন্ট কারখানার অবৈধ গাড়ি পার্কিং বন্ধের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডের বড় কুমিরায় কেএসআরএম স্টিল মিল, ও রয়েল সিমেন্ট,কে ওয়াই ষ্টীল সহ বিভিন্ন কারখানার
লরী, ট্রাক মহাসড়কের পাশে অবৈধভাবে পার্কিং করে জনসাধারণের চলাচলের দূর্ভোগ সৃষ্টির এবং প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় আহত-নিহতের ঘটনা বন্ধের দাবীতে মহাসড়কে মানববন্ধন করেছে কুমিরা ও সোনাইছড়ি ইউনিয়নের ছাত্র সমাজ এবং
স্কুল-কলেজ শিক্ষার্থীরা।
গতকাল সোমবার সকাল সাড়ে ১০ টার সময় উপজেলার কুমিরা ইউনিয়নের কেএসআরএম ও রয়েল গেইট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয় ও কুমিরা আবাসিক গার্লস স্কুল এন্ড কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় এলাকাবাসী অংশ নেয়। এসময় মহাসড়ক অবরোধ করায় মহাসড়কের উভয়মুখী তীব্র যানজটের সৃষ্টি হয়। মানববন্ধনে উপস্থিত নেতৃবৃন্দরা বলেন, কুমিরা ইউনিয়নের রয়েল গেট এলাকায় কেএসআরএম ও রয়েল সিমেন্ট কারখানার শত শত লরী, ট্রাক সড়কের পাশে দাঁড় করিয়ে রাখার কারণে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটছে। স্কুলের শিক্ষার্থীরা আসা-যাওয়ার পথে চরম দূর্ভোগের সৃষ্টি হয়। কারখানার মালিকরা নিজেদের জায়গায় ফুলের বাগান তৈরী করে রেখে সড়কের উপর তাদের গাড়িগুলো পার্কিং করে রাখার কারণে তীব্র যানজট এবং দূর্ঘটনা লেগে আছে। প্রায় সড়ক দুর্ঘটনায় স্কুলের শিক্ষার্থী আহত, নিহত হচ্ছে। অথচ সড়ক ও জনপদ এবং প্রশাসনের কোন ভুমিকা দেখা যাচ্ছে না। অবিলম্বে সড়কের পাশ থেকে অবৈধ গাড়ি পার্কিং উচ্ছেদ করে জনসাধারণের চলাচলের পথ মুক্ত করতে হবে। মানববন্ধনে বক্তব্য রাখেন কুমিরা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক নাছির উদ্দিন, মোঃ খোরশেদ আলম, কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কাজী জাহেদ ইমাম, মঞ্জু, সালাউদ্দিন এবং ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন সাজ্জাদ হোসেন, সবুজ, নোমান, নাজিম।