
বাউফলে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার
সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফল উপজেলায় নিখোঁজের তিনদিন পর ইব্রাহীম খলিল (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (০৩ মে) সকালে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের দক্ষিন লক্ষ্মীপাশা গ্রাম থেকে ওই লাশ উদ্ধার হয়। ইব্রাহীম ওই গ্রামের হাচোন গাজীর ছেলে। এ বিষয়ে বুধবার বাউফল থানায় সাধারন ডারেরী করেন নিখোঁজ ব্যক্তির বাবা।
সুত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধায়বাড়ি থেকে ব্যক্তিগত কাজে বের হন ইব্রাহিম খলিল। এরপড় থেকে তিনি নিখোঁজ ছিলেন। শনিবার সকালে দক্ষিন লক্ষ্মীপাশা গ্রামের আছিয়া নামে এক শিক্ষার্থী ডাক্তার বাড়ির গরুর খড়ের পাশে লাশটি পরে দেখে চিৎকার দেয়। লোকজন এসে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থালে এসে লাশটি সনাক্ত করে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।