KSRMলড়ির ধাক্কায় রয়েল সিমেন্টের প্রকৌশলীর মৃত্যু

কেএসআরএম এর লড়ির চাপায় রয়েল সিমেন্টের প্রকৌশলীর মৃত্যু

সীতাকুণ্ড( চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রাম সীতাকুণ্ডের কুমিরায় রয়েল সিমেন্টের প্রকৌশলী মোঃ সোলাইমান কে একই মালিকানাধীন কেএসআরএম রড কারখানার লড়ির চাপায় ঘটনাস্হলেই মৃত্যুবরণ করেন।
সীতাকুণ্ড মডেল থানার ওসি মজিবুর রহমান প্রতিনিধি কে জানায়,গতবুধবার রাত ৯ টায়
রয়েল সিমেন্ট কারখানায় কাজ শেষে অফিস রুমে ফিরছিলেন প্রকৌশলী মোঃ সোলাইমান,এসময় কারখানার ভিতরেই পিছন দিক থেকে কেএসআরএম এর একটি রড বোঝাই লড়ি এসে তাকে চাপা দেয়,এতে তিনি ঘটনাস্হলেই মৃত্যুবরণ করেন। আইনগত প্রয়োজনীয় কাজ শেষে আজ তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
তারঁ মৃত্যুতে কারখানায় ও তার নিজ গ্রাম ভাটিয়ারী তে শোকের ছায়া নেমে আসে।