পটিয়ায় জমি নিয়ে বিরাধর জের ধরে প্রতিপক্ষর কুড়িলের কুপে মোহাম্মদ সুমন (৩৮) নামের এক যুবকের পা বিছিন্ন হওয়ার ঘটনা ঘটে।
একই ঘটনায় নারীসহ অÍত ১০ জন আহত হয়েছে। আহতরা হলেন, মা. মারুফ (১২), বাবুল (৪৪), কামাল (৩৯), মো: ফরিদ (৩৫), রাশদা বগম (৪৮) সুমাইয়া আক্তার (২০), কোহিনুর আক্তার (৩৫), শাহিন আক্তার (৩৪), গিনি আক্তার (৩৭)। এর মধ্যে সুমন ও মারুফ বর্তমান চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গত মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকালে পটিয়া উপজেলার জিরি ইউনিয়নর ৫নং ওয়ার্ড অছিঁমিয়া সওদাগর বাড়িত এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত সুমনের বোন
সেলিনা আকতার বাদী হয়ে পটিয়া থানায় ও আহত কামাল উদ্দিন বাদী হয়ে আদালতে পৃথক দুটি মামলা দায়ের, ভুক্তভোগী
পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাবুলের সঙ্গে প্রতিবশী ইয়াকুবর জমি নিয়ে বিরাধ চলে আসছিল। এর জের ধরে গত মঙ্গলবার বিকালে ইয়াকুব ও মামুনর নেতৃত্বে বহিরাগত লোকজন এনে বাবুলর পরিবারর উপর হামলার ঘটনা ঘটে । এত বাধাঁ দওয়ায় প্রতিবশী কামাল ও ফরিদর পরিবারর উপরও হামলার ঘটনা ঘটে। এসময় কুড়িল দিয়ে কুপিয়ে মো: সুমনর পা কেটে দেওয়া হয়। হামলার এক পর্যায় বাড়িঘর হামলা চালিয় বসতঘর ভাঙচুর করা হয় বলে অভিযাগ উঠে। এ ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়দ মাহাম্মদ নাজমুন নুর বলেন, জমি বিরাধর জর সংঘর্ষর ঘটনা ঘটেছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পটিয়া থানার পুলিশের একটি টিম গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।ঘটনার সাথে জড়িতদর বিরুদ্ধ দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে যেকোনো মুহূর্তে পুনরায় রক্তাক্ত ঘটনা ঘটতে পারে বলে এলাকার লোকজন জানান।
পটিয়ায় জমি নিয়ে বিরাধর জের ধরে প্রতিপক্ষর কুড়িলের কুপে এক যুবকের পা বিছিন্ন
পটিয়ার জিরি প্রতিপক্ষর হামলায়
নারীসহ আহত-১০, যুবকের পা বিছিন্ন
চট্টগ্রাম প্রতিনিধি:-
পটিয়ায় জমি নিয়ে বিরাধর জের ধরে প্রতিপক্ষর কুড়িলের কুপে মোহাম্মদ সুমন (৩৮) নামের এক যুবকের পা বিছিন্ন হওয়ার ঘটনা ঘটে।
একই ঘটনায় নারীসহ অÍত ১০ জন আহত হয়েছে। আহতরা হলেন, মা. মারুফ (১২), বাবুল (৪৪), কামাল (৩৯), মো: ফরিদ (৩৫), রাশদা বগম (৪৮) সুমাইয়া আক্তার (২০), কোহিনুর আক্তার (৩৫), শাহিন আক্তার (৩৪), গিনি আক্তার (৩৭)। এর মধ্যে সুমন ও মারুফ বর্তমান চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গত মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকালে পটিয়া উপজেলার জিরি ইউনিয়নর ৫নং ওয়ার্ড অছিঁমিয়া সওদাগর বাড়িত এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত সুমনের বোন
সেলিনা আকতার বাদী হয়ে পটিয়া থানায় ও আহত কামাল উদ্দিন বাদী হয়ে আদালতে পৃথক দুটি মামলা দায়ের, ভুক্তভোগী
পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাবুলের সঙ্গে প্রতিবশী ইয়াকুবর জমি নিয়ে বিরাধ চলে আসছিল। এর জের ধরে গত মঙ্গলবার বিকালে ইয়াকুব ও মামুনর নেতৃত্বে বহিরাগত লোকজন এনে বাবুলর পরিবারর উপর হামলার ঘটনা ঘটে । এত বাধাঁ দওয়ায় প্রতিবশী কামাল ও ফরিদর পরিবারর উপরও হামলার ঘটনা ঘটে। এসময় কুড়িল দিয়ে কুপিয়ে মো: সুমনর পা কেটে দেওয়া হয়। হামলার এক পর্যায় বাড়িঘর হামলা চালিয় বসতঘর ভাঙচুর করা হয় বলে অভিযাগ উঠে। এ ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়দ মাহাম্মদ নাজমুন নুর বলেন, জমি বিরাধর জর সংঘর্ষর ঘটনা ঘটেছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পটিয়া থানার পুলিশের একটি টিম গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।ঘটনার সাথে জড়িতদর বিরুদ্ধ দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে যেকোনো মুহূর্তে পুনরায় রক্তাক্ত ঘটনা ঘটতে পারে বলে এলাকার লোকজন জানান।
অপপ্রচার ও মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সীতাকুণ্ডে বিএনপি’র সংবাদ সম্মেলন
মানবতার সেবায় রেড ক্রিসেন্টের ভূমিকা অতুলনীয়: চট্টগ্রাম সিটি মেয়র
কুমিরা অবস্থিত ব্রাদার্স ট্রেডিংয়ে দিনব্যাপী অগ্নি নিরাপত্তা, স্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধি কর্মশালা অনুষ্ঠিত
উচ্ছেদ আতংকে দোকানদার হয়রানি অভিযোগে আদালতে মামলা
রূপগঞ্জে অনুমোদনহীন হাউজিং প্রকল্পের বিরুদ্ধে অভিযান উপজেলা প্রশাসনের
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলার তৃতীয় মেয়াদের কমিটি ২০২৫-২৬ অনুমোদন