
শরীয়তপুরে দোকানে নকল পণ্য রাখার দায়ে ব্যবসায়ীকে জরিমানা
মিলন ফকির জেলা প্রতিনিধি শরীয়তপুর:
শরীয়তপুরের জাজিরায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে আরএফএল কোম্পানির নামে নকল ক্যাবল ও রিমোট কন্ট্রোল রাখার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার কাজিরহাট বাজারে এ অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেন জেলার ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস।
জেলার ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর জানায়, কাজিরহাট বাজারের মেসার্স আমিন এন্টারপ্রাইজ নামের একটি ইলেকট্রনিক্স ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আল-আমিন শেখ আরএফএল কোম্পানির নামে তৈরি করা নকল বিজলী ক্যাবল ও ভিশন রিমোট কন্ট্রোল বিক্রি করে আসছেন। বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার দুপুরে অভিযান চালায় জেলার ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস। এসময় দোকানে নকল মালামাল পাওয়ায় ব্যবসায়ীকে প্রাথমিকভাবে সতর্ক করতে ৩০ হাজার টাকা জরিমানা আদায় ও মালামালগুলো জব্দ করা হয়। ভোক্তাদের স্বার্থে এ অভিযান অব্যাহত রাখা হবে জানায় জেলার ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস।
দোকানের মালিক আল-আমিন শেখ বলেন, আমি ঢাকা থেকে এক ব্যবসায়ীর কাছ থেকে মালামালগুলো কিনে এনেছি। আমি জানতাম না ভিশন কোম্পানির রিমোট কন্ট্রোলগুলো নকল। তাহলে এগুলো বিক্রি করতাম না। ভোক্তা অধিকারের লোক আমার দোকানে ৪ কয়েল তার ও ৫টি রিমোট পেয়েছে।
অন্য দিকে
মধুতে চিনি দেয়ায় চাষীকে অর্ধলক্ষ টাকা জরিমানা
এ ব্যাপারে জেলার ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস বলেন, আরএফএল কোম্পানির নামে নকল তার ও রিমোট কন্ট্রোল বিক্রির দায়ে ওই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাকে প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে, ভবিষ্যতে এই কাজের সঙ্গে জড়িত থাকলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। ভোক্তাদের স্বার্থে আমাদের এই অভিযান সবসময় অব্যাহত রাখা হবে।