
চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিক নেতৃবৃন্দের সাথে আইইবি ও
জাতীয় নাগরিক পার্টির সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময়
গতকাল (৯ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিক নেতৃবৃন্দের সাথে জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধিদল ও চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট নেতৃবৃন্দ মতবিনিময় করেছেন। মহবিনিময় অনুষ্ঠানে অংশ নিয়ে জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী সাংবাদিকদের প্রশংসা করেন। তবে কতিপয় সাংবাদিক ফ্যাসিবাদের পক্ষ নিয়ে জনগণের বিরুদ্ধে বিশেষ করে ছাত্রদের বিরুদ্ধে অংশ নিয়ে যে ন্যাক্কারজনক ভূমিকা পালন করেছে তাতে ক্ষোভ প্রকাশ করেন। নেতৃবৃন্দ জুলাই-আগস্ট বিপ্লবে চট্টগ্রামের সাংবাদিকদের বিপ্লবী ভূমিকার প্রশংসা করেন। তারা বলেন, ছাত্র-জনতার আন্দোলনে যদি সাংবাদিকবৃন্দ সহযোগিতা না করতেন কিংবা সমর্থন না দিতেন, তাহলে হয়তো বিপ্লবের মাধ্যমে বিজয় অর্জন আরো কঠিন হতো। সাংবাদিক নেতৃবৃন্দ অতীতের ন্যায় আগামীতে জাতীয় নাগরিক পার্টির জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সহযোগিতার ঘোষণা দেন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট নেতৃবৃন্দ স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে চট্টগ্রামের বিপ্লবী সাংবাদিকদের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেন। আইইবি নেতৃবৃন্দ চট্টগ্রাম প্রেস ক্লাবের নেতৃবৃন্দের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিপ্লবী ভূমিকার জন্য অভিনন্দন জানিয়ে আগামীতে সকল কাজে সহযোগিতা প্রদানের ঘোষণা দেন।
এসময় চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্যসচিব জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ, প্রেস ক্লাব অন্তর্বর্তী কমিটির সদস্য মুস্তফা নঈম, স্থায়ী সদস্য মোহাম্মদ শহীদুল ইসলাম, সদস্য হাসান মুকুল, মো. জাহাঙ্গীর আলম, ওয়াহিদ জামান, মোহাম্মদ আলী, জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহবায়ক তানভীর শরীফ, প্রকৌশলী জানে আলম সেলিম, প্রকৌশলী রফিকুল নবী, প্রকৌশলী শহীদুল আলম, প্রকৌশলী জানে আলম, প্রকৌশলী বখতিয়ার, প্রকৌশলী কামরুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মো. ছালেহ মাসুম, মোহাম্মদ ইসমাঈল হোসেন বাবু, মোহাম্মদ আরমান, মো. মিনহাজ উদ্দীন, ইফাত ফায়রুজ ইফাপ্রমুখ উপস্থিত ছিলেন।