
চন্দনাইশে অস্ত্র উদ্ধার ও মাটি কাটার স্কেলেভটর জব্ধ
মোক্তার আহমদ চন্দনাইশ প্রতিনিধি:
চন্দনাইশে দেশীয় অস্ত্র উদ্ধার ও মাটি কাটার স্কেলেভেটর উদ্ধার করা হয়েছে।
জানা যায়, সেনাবাহিনীর অভিযানে ৯ এপ্রিল রাতে উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ড ও ৪১ নং লট এলাহাবাদ এলাকা থেকে গোপন সুত্রে দেশীয় অস্ত্র ও নেশা জাতীয় উপকরন ও মাটি কাটার দুই স্কেলেভেটর উদ্ধার করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে স্কেভেটর এর চালক পালিয়ে যায়। অভিযানে নেতৃত্ব দেন,চন্দনাইশ ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন তারেক আসমা জয়।