পটুয়াখালীর দুমকিতে বৃদ্ধ মাকে কুপিয়ে জখমের অভিযোগে ছেলেসহ তিনজনকে আসামি করে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে আহত মা থানায় মামলাটি করেন। এর আগে গত ৩০ মার্চ উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ড এলাকায় ওই মাকে কুপিয়ে আহত করে অভিযুক্ত ছেলে।
ভুক্তভোগী মায়ের নাম রাজিয়া বেগম। তিনি শ্রীরামপুর ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ড এলাকার মৃত আজিজ হাওলাদার স্ত্রী।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ ২৬ বছর ধরে মা রাজিয়া বেগমকে খাবার ও ভরপোষণ দেন না ছেলে আব্দুল জলিল হাওলাদার। বাধ্য হয়ে মেয়ে আছিয়ার বাড়িতে আশ্রয় নেন তিনি। মেয়ের শ্বশুর বাড়ি পাশাপাশি হওয়ায় প্রায়শ জমিজমা নিয়ে ছেলের সঙ্গে রাজিয়া বেগমের বাগবিতণ্ডা হতো।
গত ৩০ মার্চ দুপুরে আব্দুল জলিলের ছেলে ইমরান (২৫) বিনা অপরাধে এক টমটম চালককে মারধর করে। বিষয়টি মোবাইলে ধারণ ও প্রতিবাদ করেন মেয়ের ঘরের নাতনি আসমা আক্তার (৩০)। এ ঘটনায় আসমাকে মারধর করে ইমরান। আসমার চিৎকারে নানী রাজিয়া বেগম, তার মেয়ে আছিয়া বেগম ও আসমার ফুফু এগিয়ে আসে। এ সময় ইমরান, তার বাবা জলিল ও মা কাজল তাদের ওপর হামলা চালায়।
একপর্যায়ে উভয় পক্ষই সংঘর্ষে জড়িয়ে পরেন। এ সময় ছেলে জলিলের শাবলের আঘাতে আহত হন মা রাজিয়া বেগম আহত। শাবলের আঘাতে আহত হন আসমার ফুফু মোমেলাও। মাথা ফেটে যায় ইমরানেরও। তারবাবা জলিলের চোখে আঘাত লাগে।
এ ঘটনায় বৃহস্পতিবার মা রাজিয়া বেগম বাদী হয়ে ছেলে আব্দুল জলিল, নাতি ইমরার ও ছেলের বৌ কাজলের নামে মামলা করেন। অন্যদিকে নাতি ইমরান বাদী হয়ে ফুফা তৌফিক জমাদ্দারসহ পাঁচজনকে আসামি করে মামলা করেন।
দুমকি থানা ওসি মো. জাকির হোসেন বলেন, ‘এ ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। আমাদের তদন্ত চলমান রয়েছে।
ছেলের বিরুদ্ধে মামলা করেছেন মা
মাকে কুপিয়ে জখমের অভিযোগে ছেলের বিরুদ্ধে মামলা
সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধি
পটুয়াখালীর দুমকিতে বৃদ্ধ মাকে কুপিয়ে জখমের অভিযোগে ছেলেসহ তিনজনকে আসামি করে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে আহত মা থানায় মামলাটি করেন। এর আগে গত ৩০ মার্চ উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ড এলাকায় ওই মাকে কুপিয়ে আহত করে অভিযুক্ত ছেলে।
ভুক্তভোগী মায়ের নাম রাজিয়া বেগম। তিনি শ্রীরামপুর ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ড এলাকার মৃত আজিজ হাওলাদার স্ত্রী।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ ২৬ বছর ধরে মা রাজিয়া বেগমকে খাবার ও ভরপোষণ দেন না ছেলে আব্দুল জলিল হাওলাদার। বাধ্য হয়ে মেয়ে আছিয়ার বাড়িতে আশ্রয় নেন তিনি। মেয়ের শ্বশুর বাড়ি পাশাপাশি হওয়ায় প্রায়শ জমিজমা নিয়ে ছেলের সঙ্গে রাজিয়া বেগমের বাগবিতণ্ডা হতো।
গত ৩০ মার্চ দুপুরে আব্দুল জলিলের ছেলে ইমরান (২৫) বিনা অপরাধে এক টমটম চালককে মারধর করে। বিষয়টি মোবাইলে ধারণ ও প্রতিবাদ করেন মেয়ের ঘরের নাতনি আসমা আক্তার (৩০)। এ ঘটনায় আসমাকে মারধর করে ইমরান। আসমার চিৎকারে নানী রাজিয়া বেগম, তার মেয়ে আছিয়া বেগম ও আসমার ফুফু এগিয়ে আসে। এ সময় ইমরান, তার বাবা জলিল ও মা কাজল তাদের ওপর হামলা চালায়।
একপর্যায়ে উভয় পক্ষই সংঘর্ষে জড়িয়ে পরেন। এ সময় ছেলে জলিলের শাবলের আঘাতে আহত হন মা রাজিয়া বেগম আহত। শাবলের আঘাতে আহত হন আসমার ফুফু মোমেলাও। মাথা ফেটে যায় ইমরানেরও। তারবাবা জলিলের চোখে আঘাত লাগে।
এ ঘটনায় বৃহস্পতিবার মা রাজিয়া বেগম বাদী হয়ে ছেলে আব্দুল জলিল, নাতি ইমরার ও ছেলের বৌ কাজলের নামে মামলা করেন। অন্যদিকে নাতি ইমরান বাদী হয়ে ফুফা তৌফিক জমাদ্দারসহ পাঁচজনকে আসামি করে মামলা করেন।
দুমকি থানা ওসি মো. জাকির হোসেন বলেন, ‘এ ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। আমাদের তদন্ত চলমান রয়েছে।
সীতাকুন্ড পৌর সদর ব্যবসায়ী সমিতির নির্বাচনে হবে ৫ই আগষ্টের পর মডেল নির্বাচন
সীতাকুণ্ড প্রেসক্লাবের আয়োজনে মৌসুমী ফল উৎসব
জীবন যুদ্ধে হার না মানা ১০০বছরের বৃদ্ধ আজাহার মোল্লা।
নির্যাতিত শিক্ষিকার বহুবছরের পৈত্তিক বসতভিটায় প্রশ্নবিদ্ধ অনুমোদন নিয়ে বে-আইনি ভাবে বহুতল ভবন নির্মাণ
বান্দরবান জেলা মডেল মসজিদের ভিত্তিফলক উন্মোচন
ড. আফম খালিদ হোসেন.
চট্টগ্রাম ডিসি পার্কের পুকুরে মাছ অবমুক্তকরণ, বৃক্ষরোপণ কর্মসূচি ও ফ্লাওয়ার জোন উদ্বোধন।